লিটন বিশ্বাস(উৎপল), ইংল্যান্ড প্রতিনিধিঃ বিশ্বব্যাপী বিরাজমান করোনা ভাইরাস (COVID-19) পরিস্থিতি বিবেচনায় ভাবগাম্ভীর্য ও প্রানবন্ত পরিবেশে সীমিত পরিসরে লণ্ডনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বাংলাদেশ হাইকমিশন লন্ডনে স্বাধীনতা ও জাতীয় দিবসের ৪৯তম বার্ষিকী উদযাপন করা হয়।
করোনাভাইরাসের কারণে সামাজিক দূরত্ব বজায় রাখার নিয়ম মেনে এবার ভিন্ন আঙ্গিকে দিবসটি উদযাপন হয়। হাইকমিশনার সাইদা মুনা তাসনিম হাইকমিশনের কর্মকর্তাদের নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।