13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা জাকারিয়া হোসেন’র দাফন সম্পন্ন

admin
September 12, 2015 10:05 am
Link Copied!

মতিয়ার রহমান, গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জে বামনডাঙ্গা ইউপির সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা  আলহাজ্ব জাকারিয়া হোসেন খন্দকার’র যথাযোগ্য রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। এর আগে হৃদ রোগে আক্রান্ত হয়ে ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে গত বৃহস্পতিবার দুপর ২:০০ ঘটিকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

শুক্রবার বাদ জুম্মা দুপুর ৩:০০ ঘটিকায় বামনডাঙ্গা আব্দুল হাক ডিগ্রী মহাবিদ্যালয় মাঠে গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে স্বসস্ত্র সালাম ও শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার আবদুল হাই মিলটন। পরে তার গ্রামের বাড়ি রামদেব উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান- জাপা’র উপজেলা আহ্বায়ক ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক আলমগীর করিম হান্নান, মুক্তিযোদ্ধা কমাণ্ডার বাবলু মিয়া, ওয়ার্কাস পার্টি নেতা কমরেড সাদেকুল ইসলাম দুলাল, ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন সরকার, জাপা নেতা রেজাউল হক রেজা, সাংবাদিক মতিয়ার রহমান, শেখ মামুনুর রশিদ প্রমুখ। উল্লেখ্য, জাকারিয়া হোসেন খন্দরকার ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে রক্ত ক্ষয়ি সংগ্রামে ৬ নং সেক্টরে বিশেষ অবদান রাখেন। তিনি সত্তরের দশকে তৎকালীন জেলা আওমী ছাত্র লীগের অন্যতম নেতা ৬িলেন।

http://www.anandalokfoundation.com/