ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

রাণীনগরে সদর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

Rai Kishori
September 29, 2020 2:41 pm
Link Copied!

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে খট্টেশ্বর রাণীনগর সদর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্দ্যেগে উপ-নির্বাচন উপলক্ষে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ  হাসিনা’র ৭৪ তম জন্মদিন উদযাপন করা হয়।

খট্টেশ্বর রাণীনগর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এম.এ খালেকুজ্জামান খালেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছাফাত হোসেনের সঞ্চালনায় বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মো: আব্দুল মালেক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন হেলাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন প্রাং। এছাড়াও উপজেলা আওয়ামী লীগ ও সদর ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

http://www.anandalokfoundation.com/