13yercelebration
ঢাকা

রাজনৈতিক নির্বাসনে না দেওয়া পর্যন্ত সংগ্রাম চলবে

admin
September 20, 2015 11:56 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, ‘শত্রুকে পরাজিত করার ক্ষেত্রে নিশ্চিহ্ন শব্দটি ব্যবহার করব না; যতদিন না এই নির্মম শত্রুকে সম্পূর্ণভাবে পরাজিত করে রাজনৈতিক নির্বাসন দেওয়া যায়। আর যতক্ষণ পর্যন্ত এটা করতে সফল না হব, ততক্ষণ পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে।

রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলের উদ্যোগে ‘বিএনপি-জামায়াতের অগ্নি-সন্ত্রাস বর্বরতার ১০০ দিন’ শীর্ষক এ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে রবিবার তিনি এ সব কথা বলেন। নির্বাচন ইস্যুতে বিএনপি-জামায়াত জোটের অগ্নিসন্ত্রাসের বিভিন্ন চিত্র তুলে ধরে প্রচার ও প্রকাশনা উপ-পরিষদের চেয়ারম্যান এইচ টি ইমাম বলেন, ‘২০১৩ সালে যে তান্ডব শুরু করলো বিএনপি তা আমরা আগে আর কখনো দেখিনি। কখনো চিন্তাও করতে পারিনি এমন তান্ডবের কথা। তিনি বলেন, ‘‘সে সময় ‘রক্তাক্ত বাংলাদেশ’ এ্যালবাম বের করেছিলাম। প্রথমে বাংলায় ছিল। পরবর্তী সময়ে ইংরেজিতেও বের করেছিলাম। সেটি দেশে-বিদেশে দিয়েছি। ব্যাপক সমাদৃতও হয়েছে। ইউরোপ-আমেরিকায় সবাই দেখেছে। দেখে তারা বলেছে, মানুষ এই রকম নির্মম-নৃশংস হতে পারে। এইচ টি ইমাম বলেন, ‘এখন সন্ত্রাসের উপরে ফটো এ্যালবাম বের করছি। এটিই আমাদের শেষ নয়, আরও চলতে থাকবে। এরা (অগ্নিসন্ত্রাসী) জনগণের সামনে কোনোদিন টিকবে না। জনগণকে সাথে নিয়েই আমরা এগিয়ে চলেছি, এগিয়ে যাব। আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেন, ‘রাজনীতির নামে মানুষ পুড়িয়ে হত্যার যে মহোৎসব দেখেছি তা বিএনপি-জামায়াতের নেতৃত্বেই হয়েছে। পৃথিবীর কোনো দেশে রাজনীতির নামে এমন বীভৎসতা, সমসাময়িক সময়ে হয়নি। তিনি বলেন, ‘‘কাকতালীয়ভাবে গতকাল (শনিবার) বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবর রহমান বলেছেন, ‘বাংলাদেশে মানুষ হত্যার মহোৎসব চলছে’। কথাটি তিনি সত্যই বলেছেন। আর এই মহোৎসবের নেতৃত্ব দিচ্ছে বিএনপি ও তার সহযোগী জামায়াত। তারাই রাজনীতির নামে বাংলাদেশে মানুষ হত্যার মহোৎসব শুরু করেছেন। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল, কার্যনির্বাহী সদস্য সুজিত রায় নন্দী।

http://www.anandalokfoundation.com/