গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বলেছেন, ৩০ লাখ শহিদের রক্ত ও ২ লাখ মা বোনের সম্ভ্রম হারানোর বিনিময়ে যে পতাকা আমরা অর্জন করেছি তার মর্যাদা সমুন্নত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
প্রতিমন্ত্রী আজ ৩১ ডিসেম্বর ময়মনসিংহ শহরের উপকণ্ঠে ব্রহ্মপুত্র নদের ব্রিজ সংলগ্ন স্বাধীনতা স্কয়ারে বঙ্গবন্ধু পরিষদ, ময়মনসিংহ জেলা শাখা আয়োজিত বিজয় পতাকা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
শরীফ আহমেদ বলেন, বিজয়ের প্রায় অর্ধশত বছর পেরিয়ে গেলেও এদেশে এখনো স্বাধীনতাবিরোধী যুদ্ধাপরাধী চক্র সক্রিয় রয়েছে। তারা এখনো মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতা এবং বাঙালির বিজয়কে অর্থহীন প্রমাণ করতে হীন চক্রান্তে লিপ্ত। এদেশের মুক্তিকামী সাধারণ মানুষ তাদের এই উদ্দেশ্য কখনোই সফল হতে দেবে না।
বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।