মেহের আমজাদ, মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর জেলা বাস্তহারা লীগের সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম রকি’র নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে জেলা বাস্তহারা লীগের কার্যালয় প্রাঙ্গনে জেলা বাস্তহারা লীগের সভাপতি ফিরোজ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম রকি, কার্যকরী সভাপতি রাহুল হোসেন রাকা, যুগ্ম সম্পাদক আব্দুল মতিন, সদর উপজেলা বাস্তহারা লীগের সভাপতি সোহেল আহমেদ, সাধারণ সম্পাদক এস.এম রাসেল, সাংগাঠনিক সম্পাদক খাইরুল ইসলাম, শহর বাস্তহারা লীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, সাংগাঠনিক সম্পাদক মোঃ রোমান প্রমুখ।