ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

যে কারণে অর্থমন্ত্রীর নৈশভোজে অংশ না নিয়ে মূল গেট থেকে ফিরে এলেন ইসরাফিল আলম এমপি

admin
June 29, 2018 4:21 pm
Link Copied!

বিশেষ প্রতিবেদকঃ জননেতা শুধু নামে নয়, আচরণের মাধ্যমে প্রকাশিত হয়। যখন ড্রাইভার, পিওনসহ কর্মকর্তা কর্মচারীদের নিয়ে খাবার টেবিলে খাবার খান। কর্তব্যে ভুল করলেও কর্মচারীকে কখনো উচ্চস্বরে ধমক পর্যন্ত দেন না বরং বুঝিয়ে ভুল সংশোধন করার সহায়তা করেন। যিনি জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতায় নওগাঁর সেই বাংলাভাইয়ের মত হিংস্রদের দ্বারা তৈরি রক্তাক্ত জনপদকে পরিবর্তন করে শান্তি ও উন্নয়নের এলাকা বিনির্মান করেছেন। তিনি সংসদীয় আসন-৫১, নওগা-৬ (রাণীনগর ও আত্রাই) আসনের সংসদ সদস্য জননেতা ইসরাফিল আলম এমপি।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মানব প্রেমের আরেক দৃষ্টান্ত স্থাপন করলেন এই জনদরদী ইসরাফিল আলম এমপি।

জানা যায়, স্টিকারযুক্ত গাড়ীতে গতকাল সন্ধ্যা ৭.১৫ মিনিটে বঙ্গবন্ধু আন্তর্জাতিক  সম্মেলন কেন্দ্রে মাননীয় অর্থমন্ত্রী আয়োজিত নৈশভোজে যোগ দিতে গেলে আইন শৃঙ্খলাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত সদস্যরা বলেন, মাননীয় এমপি স্যার ব্যাতীত অন্য কাউকে প্রবেশে নিষেধাজ্ঞা আছে। এমপি সাহেব বলেন, “আমার সাথে সংসদ কতৃক নিয়োগপ্রাপ্ত ব্যক্তিগত সহকারী আইডি কার্ডসহ এসেছে ওরা বাজেট সংক্রান্ত কার্যক্রমের প্রক্রিয়ায় অনেক অবদান রাখে। তারা গেলে নিরাপত্তায় বিঘ্ন ঘটবে না। এরপরেও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সম্মতি না দেওয়ায় তিনি তাৎক্ষণিক গাড়ী ঘুরিয়ে ফিরে চলে যান।

এ প্রসঙ্গে ফোনের মাধ্যমে যোগাযোগে জানান, বিষয়টি আমার বিবেকবোধকে আহত করেছে কারণ ওরাতো সংসদের স্টাফ হিসেবেই আমাদের সাথে সার্বক্ষণিক সংসদীয় কার্যক্রমে সহায়তা করে। নিয়মটির পরিবর্তন হওয়া দরকার।

http://www.anandalokfoundation.com/