যশোর প্রতিনিধি: যশোরের মায়া ত্যাগ করতে পারছেন না জেলা সমবায় অফিসের পরিদর্শক নুরোল ইসলাম। প্রায় আড়াই মাস আগে তার বদলীর আদেশ আসলেও তিনি স্ব-স্থানে বহাল রয়েছেন। অভিযোগ রয়েছে, উদ্ধর্তন কর্মকর্তাদের ম্যানেজ করে নুরোল দীর্ঘদিন যশোর থেকে নানা দুর্নীতি ও অনিয়ম করে যাচ্ছেন। তার ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না।
একাধিক সুত্রে জানা গেছে, যশোর জেলা সময়বায় অফিসের পরিদর্শক নুরোল ইসলাম র্দীর্ঘদিন যশোর থাকার সুবাদে নানা অনিয়মে জড়িয়ে পড়েছেন। তার দুর্নীতি ও অনিয়মের কারনে অতিষ্ঠ হয়ে পড়েছে স্থানীয় সমবায় সমিতি কর্তৃপক্ষ।
সমবায়ীদের অভিযোগে চলতি বছরের ৭ জুন সমবায় অধিদপ্তর থেকে তার বদলীর আদেশ আসে। তাৎক্ষনিকভাবে খুলনা বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্ম নিবন্ধক অঞ্জন কুমার সরকার টেলিফোনে আদেশের বিষয়িিট জেলা সমবায় অফিসারকে জানিয়ে দেন। কিন্ত ঘটনার প্রায় আড়াই মাস অতিবাহিত হলেও নুরোল ইসলাম তার নতুন কর্মস্থান নড়াইলে যোগদান করেননি।
অভিযোগ রয়েছে, নুরোল ইসলাম জেলা সমবায় অফিসার ও বিভাগীয় অফিসারকে ম্যানেজ করে যশোরে অবস্থান করছেন। সুত্র বলছে, এহসান ইসলামী মাল্টিপারপাসসহ যেসব সমবায় সমিতির বিরুদ্ধে গ্রাহকদের টাকা আত্বসার্থে অভিযোগ উঠেছে তাদের কাছ থেকে নুরোল ইসলাম মাসিক হারে মোটা অংঙ্কেও উৎকোচ গ্রহন করেছেন। যার কারনে নানা অনিয়ম করেও তারা এতদিন ধরাছোঁয়ার বাইরে ছিলেন। ইতোমধ্যে এসহান ইসলামী মাল্টিপারপাস তার দুর অবস্থার জন্য নুরোল ইসলাম দায়ী দাবি করে সমবায় অধিদপ্তরের নিবন্ধক বরারর লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে
উল্লেখ করা হয়েছে যে, জেলা সমবায় অফিস থেকে অডিটের নামে নুরুল তাদের অনৈতিক সুবিধা গ্রহন করেছেন। তাদের বিরুদ্ধে কোন ব্যব্স্থা নেয়া হবে না দাবী করে বিভিন্ন সময় নুরোল জেলা সমবায় ও বিভাগীয় সমবায় কর্মকর্তার নামে মোটা অংঙ্কেও উৎকোচ নিয়েছেন। এছাড়া তিনি অফিসে দুপুরের খাবার না এনে তাদের কাছ থেকে খেয়েছেন। তার বিরুদ্ধে প্রায় ৬ লাখ টাকা ঘুষ নেয়ার অভিযোগ করেছে এহসান ইসলামী মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে জেলা সমবায় অফিসের পরিদর্শক নুরোল ইসলাম অভিযোগের বিষয়টি অস্বীকার করে বলেন, ‘আপনি আসেন চা খেয়ে যাবেন।’ জেলা সমবায় কর্মকর্তা এস এম মুনজুরুল হক বলেন, ‘নুরোল ইসলামের কাছ থেকে সুবিধা নেয়ার প্রশ্নই ওঠে না। তার বিরুদ্ধে তদন্ত চলছে। খুব শীঘ্রই সে নতুন স্থানে যোগদান করবে।’
এ ব্যপারে খুলনা বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্ম নিবন্ধক অঞ্জন কুমার সরকারের দৃষ্টি আকর্ষন করে হলে তিনি বলেন, ‘দপ্তর থেকে নুরোল ইসলামকে বদলীর নির্দেশ দেয়া হয়। কিন্তু তারপরও কেন তাকে ছাড়া হচ্ছে না সেটা জেলা সমবায় অফিসার বলতে পারবেন।’