ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

যশোর বিটিসিতে দুদিন ব্যাপি নবীন বরণ ও আনন্দভ্রমণ শুরু

admin
September 12, 2015 8:57 pm
Link Copied!

যশোর প্রতিনিধিঃ বাংলাদেশ টেকনিক্যাল কলেজ বিটিসিতে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর নবীন শিক্ষার্থীদের জন্যে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার কলেজের হলরুমে সকালে এ নবীন বরণ অনুষ্ঠিত হয়। দুদিন ব্যাপি অনুষ্ঠানের প্রথম দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ চেয়ারম্যান ও শিক্ষাবিদ প্রকৌশলী মো. আশরাফুল কবির। কলেজ রেজিস্ট্রার এসকে এম তহীদুজ্জামান এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য দেন কলেজ অধ্যক্ষ প্রকৌশলী মো. ইমদাদুল হক। এ সময় অভিনন্দনপত্র পাঠও  ফুলের শুভেচ্ছা দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেন প্রবীণ শিক্ষার্থীরা।  পরে কলেজের পক্ষ থেকে নবীন শিক্ষার্থীদের বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদে শিক্ষা ও আনন্দভ্রমণে নিয়ে যাওয়া হয়।

আগামীকাল ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানের পর তাদেরকে মেহেরপুরের মুজিব নগরে নিয়ে যাওয়া হবে শিক্ষা ও আনন্দভ্রমণে।

http://www.anandalokfoundation.com/