যশোর প্রতিনিধিঃ বেনাপোল খুলনা গামি কমিউটর ট্রেনে তল্লাশি চালিয়ে প্রায় ৫০ হাজার টাকার ভারতয়ি বিভিন্ন ধরনের ওষুধ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। শনিবার বেলা ১২ টার দিকে বিজিবি খুলনাগামী তল্লাশি করে আরিফ নামে এক যুবকের নিকট থেকে এ ওষুধ উদ্ধার করে।
২৬ বিজিবি নায়েক সিরাজুল ইসলাম জানান, নিয়মিত খুলনাগমি ট্রেন তল্লাশি করে আরিফ নামে এক যুবকের ব্যাগ থেকে ভারতীয় বিভিন্ন ধরনের ওষুধ পাওয়া যায়। যার আনুমানিক মুল্য ৫০ হাজার টাকা।