13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

যশোরে ছাত্রলীগনেতাকে ফাঁসানোর অভিযোগ

admin
September 19, 2015 8:49 pm
Link Copied!

যশোর প্রতিনিধি: বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আওয়াল হোসেনকে (২৮) মাদক না পেয়েও ১৬৩ পিস ইয়াবা উদ্ধার দেখিয়ে মামলা দিয়েছে র‌্যাব-৬ সদস্যরা- এমন অভিযোগ করেছেন আওয়ালের পরিবারের সদস্যরা।

শুক্রবার দুপুরে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে আওয়ালের বাবা চাড়াভিটা বাজারের পোস্ট মাস্টার  আইয়ুব আলী এই দাবি করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন,  আওয়াল যশোর এমএম কলেজ থেকে অর্থনীতিতে মাস্টার্স পাস করেছেন। বর্তমানে তিনি বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ।

গত ১২ সেপ্টেম্বর র‌্যাব-৬ সদস্যরা আকস্মিক তাকে বাঘারপাড়ার চাড়াভিটা বাজার থেকে আটক করে। কিছু না পেয়ে তাকে আওয়ালের বাড়িতে বাশুড়িয়ায় নিয়ে যাওয়া হয়।  বাড়িতে গিয়ে র‌্যাব সদস্যরা  আতঙ্ক সৃষ্টি করে এবং সবাইকে বের করে দেয়। ঘরবাড়ি তল্লাশ করে কিছু না পেলেও তারা একপর্যায় আওয়ালের মা রাবেয়া খাতুনের কাপড়-চোপড় খুলে তল্লাশ করে। যদিও তাদের সঙ্গে কোনো মহিলা র‌্যাব সদস্য ছিল না।

তিনি জানান,  কোনো কিছু না পেয়ে র‌্যাব সদস্যরা বাড়ির প্রায় দুইশ’ গজ দূরে একটি পলিথিন জড়ানো কী একটা দেখায় এবং সেটি নিয়ে যশোর ক্যাম্পে নিয়ে আসে। পরে বাড়ির লোকজন জানতে পারেন, আওয়ালকে ১৬৩ পিস ইয়াবা উদ্ধার দেখিয়ে মামলা দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ালের মা রাবেয়া খাতুন, বোন আফছা বুলবুল ভানু, চাচা আনিসুর রহমান সর্দার প্রমুখ।

http://www.anandalokfoundation.com/