13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

যশোরে চাকরি মেলা

Rai Kishori
April 25, 2019 7:53 pm
Link Copied!

যশোর অফিস: বিভিন্ন বিষয়ে প্রশিক্ষিতদের কর্মসংস্থানের লক্ষ্যে যশোরে অনুষ্ঠিত হয়েছে চাকরিমেলা ও সেমিনার।

মুসলিম এইড নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে বৃহস্পতিবার সকাল দশটা থেকে দুপুর পর্যন্ত যশোর প্রেসক্লাব মিলনায়তনে এ মেলার আয়োজন করা হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজানুর রহমান এ মেলার উদ্বোধন করেন। পরে জব সেমিনার অনুষ্ঠিত হয়। মুসলিম এইডের শিক্ষা প্রোগ্রামের সিনিয়র ম্যানেজার আব্দুস সামাদের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আব্দুল আওয়াল, এসটিইপি প্রকল্পের সিনিয়র অফিসার সোনিয়া আকবর, প্রেসক্লাব যশোরের সম্পাদক আহসান কবীর, যশোর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. সৈয়দ আব্দুল আজিজ, চাল-ডাল ডট কমের সিইও জিয়া আশরাফ, এসএইচ বিল্ডার্সের সত্বাধিকারী রফিকুল ইসলাম হীরক, মোবাইল প্লাজার সত্বাধিকারী জাকির হোসেন পলাশ, মুসলিম এইড ইন্সটিটিউট অব টেকনোলজির অধ্যক্ষ আরিফ নূর, রেজিস্টার নুর ইসলাম প্রমুখ।

আয়োজকরা জানান, তাদের স্কিল ফর ট্রেনিং অ্যান্ড এনহেন্সমেন্ট প্রোগ্রাম (এসটিইপি) প্রকল্পে প্রশিক্ষণপ্রাপ্ত দুই শতাধিক নারী-পুরুষের চাকরির সুবিাধার্থে বেসরকারি ২০টি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করিয়ে দিতে এ মেলার আয়োজন করা হয়েছে। একইসঙ্গে মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি গড়ে তুলতে সেমিনার করা হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে ব্যাপক সাড়া মিলেছে বলে জানিয়েছেন আয়োজক কর্তৃপক্ষ। মেলা চলবে বিকেল পর্যন্ত।

http://www.anandalokfoundation.com/