যশোর প্রতিনিধিঃ যশোরে ইয়াবাসহ দুই সহোদরকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বেজপাড়া বিহারী কলোনীতে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন, নওশের আলী প্রিন্স (২৮) ও ফয়সাল হোসেন (৩০)।
মাদকদ্রব নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল কালাম আজাদ জানান,শহরের বেজপাড়া বিহারী কলোনি শাহ আলম এর দুই ছেলেকে ইয়াবাসহ আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে বাড়ি থেকে ৬০ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়।
অপরদিকে, একই কর্মকর্তা বুধবার রাতে শহরের রেল রোড এলাকা থেকে একটি মোটরসাইকেলসহ রফিকুল ইসলাম (২৫) নামে আরেক যুবককে আটক করেন। তার কাছ থেকে ২৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যুবকটির বাড়ি শহরের বেজপাড়া কলোনিতে। কোতয়ালী থানার সেকেন্ড অফিসার মিজানুর রহমান মৃধা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘উল্লিখিতদের নামে মাদক আইনে মামলা করা হয়েছে।’