ফরিদপুরের সদরপুরে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
রবিবার সকালে সদরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার আকটেরচর ইউনিয়নের ইউসুফ বেপারী ডাঙ্গী গ্রামের ধলা শিকদারের ছেলে হাসান শিকদার (২৯), গনি বেপারীর ডাঙ্গী গ্রামের আঃ সালাম বেপারীর ছেলে মো. বজলু বেপারী (৪৫) ও
নতুন সাহেবেরচর গ্রামের শিরজন খার ছেলে মো. রুবেল খান (৩০) মোটরসাইকেল সংঘবন্ধ দলের সদস্যদের গ্রেফতার করে। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার বলেন, মামলার সূত্র ধরে আসামিদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ফরিদপুর ও সদরপুর থানায় একাধিক মামলা রয়েছে।