13yercelebration
ঢাকা

মেহেরপুর-১ আসনের এম.পি-কে মৎস্যজীবী চাষী লীগের সংবর্ধনা

admin
September 30, 2015 1:16 pm
Link Copied!

মেহের আমজাদ, মেহেরপুরঃ বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী চাষী লীগ মেহেরপুর জেলা শাখার আহ্বায়ক কমিটির উদ্যোগে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

গতকাল মঙ্গলবার রাত ৯ টার দিকে সংসদ সদস্যের বাসভবন প্রাঙ্গনে ওই সংবর্ধনা প্রদান করা হয়।

আওয়ামী মৎস্যজীবী চাষী লীগ মেহেরপুর জেলা শাখার আহ্বায়ক মোঃ লিজনের নেতৃত্বে আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা সংসদ সদস্যকে ফুলের মালা পরিয়ে সংবর্ধনা প্রদান করেন। এসময় সেখানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলু, জেলা আওয়ামী মৎস্যজীবী চাষী লীগের যুগ্ম আহ্বায়ক-১ মোঃ ফারুখ, যুগ্ম আহ্বায়ক-২ মোঃ জনি, সদস্য সচিব মালাই খাঁন, সদস্য মোঃ মিটুল, ভজা হালদার, সমরেশ হালদার, জেলা বাস্তহারা লীগের সভাপতি ফিরোজ আলী, কার্যকরী সভাপতি রাহুল হোসেন রাখা ও আলমগীর হোসেন, সেক্রেটারি রাফিউল ইসলাম রকি, সদর থানা বাস্তহারা লীগের সভাপতি সোহেল আহমেদ, সাধারণ সম্পাদক এস.এম. রাসেল প্রমুখ।

http://www.anandalokfoundation.com/