মেহের আমজাদ, মেহেরপুরঃ মেহেরপুর সরকারি কলেজে বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাধারণ ছাত্রছাত্রীরা। শনিবার বেলা ১২টার সময় কলেজ চত্বরে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিল শেষে সমাবেশের আয়োজন করা হয় সেখানে। কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তৌহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক কুদরত-ই খুদা সহ কলেজর বিভিন্ন বিভিাগের ছাত্রছাত্রীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ গ্রহন করেন।
এসময় বক্তারা বলেন, গত চার বছর ধরে কলেজে কোন ভালো মানের খেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় নি। কলেজ কতৃপক্ষ ছাত্রছাত্রীদের যাতায়াতের ব্যবস্থা সহ অভ্যন্তরীণ বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করছে। তাই সাংস্কৃতিক অঙ্গন, ক্রীড়া অঙ্গন সহ ছাত্রছাত্রীদের কলেজের অভ্যন্তরীন সুযোগ সুবিধা প্রদান করে কলেজকে আবারও প্রানবন্ত করে তোলার দাবি জানান বক্তারা।