মেহের আমজাদ, মেহেরপুরঃ মেহেরপুর জেলা এনজিও সমন্বয় কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয় ।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খায়রুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মেহেরপুর জেলা উন্নয়ন ফোরামের সভাপতি রফিক-উল আলম, পলাশীপাড়া সমাজ কল্যান সমিতির নির্বাহী প্রধান মোশাররফ হোসেন, সন্ধানী সংস্থার নির্বাহী পরিচালক আবু জাফর, ব্র্যাকের জেলা প্রতিনিধি মোশারফ হোসেন, খান ফাউন্ডেশনের সমন্বয়কারী রেহেনা মান্নান, মেহেরপুর ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আবু নাসের চৌধুরী, এসপিডি সমন্বয়কারী ওয়াজেদ খান প্রমুখ।