মেহের আমজাদ, মেহেরপুর: মেহেরপুর জেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুরে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ খালেক। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা অধ্যাপক আব্দুল মান্নান, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আলহাজ আসকার আলী, ভাষা সৈনিক ইসমাইল হোসেন, অ্যাড. কলিমউদ্দিন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল হালিম, আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, অ্যাড. শাহাজাহান আলী, মোমিন চৌধুরী, যুগ্ম সম্পাদক আবুল কাশেম মাষ্টার, অ্যাড. ইব্রাহীম শাহীন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক কে.এম আতাউল হাকিম লাল মিয়া, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. পল্লব ভট্টাচার্য, শিল্প ও বানিজ্য সম্পাদক জহিরুল ইসলাম, তথ্য ও গবেষনা সম্পাদক আজিজুল হক, ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক মিজানুর রহমান রানা, দপ্তর সম্পাদক মোখলেছুর রহমান খোকন, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ মহির উদ্দিন, প্রচার সম্পাদক ইকবাল হোসেন বুলবুল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা শাহবুদ্দীন, মহিলা বিষয়ক সম্পাদিকা নূরজাহান বেগম, সাংগাঠনিক সম্পাদক অ্যাড. খন্দকার আব্দুল মতিন, আয়ূব হোসেন, উপ-দপ্তর সম্পাদক গোলাম কিবরিয়া, কোষাধ্যক্ষ সিরাজুল ইসলাম, সদস্য জিয়া উদ্দীন বিশ্বাস, বোরহানউদ্দিন আহমেদ চুন্নু, আমাম হোসেন মিলু, অ্যাড. আব্দুস সালাম, শামীম আরা হীরা, মাহবুব আলম শান্তি, সামিউন বাসিরা পলি, অ্যাড. রুতশোভা মন্ডল, জেলা যুবলীগের আহ্বায়ক মাহাফুজুর রহমান রিটন, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশান প্রমুখ। এর আগে তাদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।