মেহেরপুরে যথাযোগ্য মর্যাদায় মধ্য দিয়ে সারাদেশের ন্যায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে। মঙ্গলবার একুশের প্রথম প্রহরে রাত বারোটা এক মিনিটের সময় ড. শহীদ শামসুজ্জোহা নগর উদ্দ্যানে মেহেরপুরের কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান জেলাবাসীর পক্ষে সর্বপ্রথম পুষ্পমাল্য অর্পণ করেন। এর পরপরই মেহেরপুর জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধাদের পক্ষে আবুল কাশেম, মেহেরপুর জেলা পরিষদের পক্ষে জেলা পরিষদের চেয়ারম্যান, মেহেরপুর পৌরসভার পক্ষে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, মেহেরপুর জেলা আনসার ও ভিডিপি’র পক্ষে জেলা আনসার ও ভিডিপি’র কমাান্ড্যান্ট মোহাম্মদ সাহাদাত হোসেন পুষ্পমাল্য অর্পণ করেন। এরপর পর্যায়ক্রমে মেহেরপুর জেলা আওয়ামী লীগ,সদর উপজেলা আওয়ামী লীগ,মেহেরপুর শহর আওয়ামী লীগ, মেহেরপুর জেলা মহিলা আওয়ামী লীগ,মেহেরপুর জেলা যুবলীগ,যুব মহিলা লীগ, মেহেরপুর জেলা ছাত্রলীগ, মেহেরপুর প্রেসক্লাব,মেহেরপুর সদর উপজেলা পরিষদ,মেহেরপুর জেলা আইনজীবী সমিতি,মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী,মেহেরপুর পাবলিক লাইব্রেরী,সড়ক ও জনপদ বিভাগ, জেলা কারাগার, গণপূর্ত, এলজিইডি, স্বাস্থ্য বিভাগ, মেহেরপুর সরকারি কলেজ,মেহেরপুর সরকারি মহিলা কলেজ,ছহিউদ্দীন ডিগ্রী কলেজ,রেড ক্রিসেন্ট সোসাইটি, মেহেরপুর সমবায় বিভাগ,আঞ্চলিক পাসপোর্ট অফিস,পল্লী বিদ্যুৎ সমিতি, মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তর সহ বিভিন সামজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করার সময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস,অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, পিপি পল্লব ভট্টাচার্য, মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক সহ বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এর আগে রাত এগারোটার পর থেকে শহীদ বেদিতে পুষ্পমালা অর্পণ করার লক্ষে সরকারি বেসরকারি কর্মকর্তা থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ড. শহীদ শামসুজ্জোহা নগর উদ্দ্যানে এসে সমবেত হন।