মেহের আমজাদ, মেহেরপুর (১৯-০২-১৭) মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয় ।
সভায় জেলা প্রশাসক পরিমল সিংহের সভাপতিত্বে বক্তব্য রাখেন মেহেরপুর স্থানীয় সরকারের উপ-পরিচালক খাইরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবীর, সিভিল সার্জন ডা. রাশেদা সুলতানা, পৌর মেয়র মোতাচ্ছিম বিল্লাহ মতু, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসানউল্লাহ, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আজিম উদ্দিন সরদার, মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, গাংনী উপজেলা চেয়ারম্যান মোরাদ আলী, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এসএম মোস্তাফিজুর রহমান, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক এসএম মোস্তাফিজুর রহামান, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক সাইফুল ইসলাম, মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্ববধায়ক ডা. মিজানুর রহমান প্রমুখ।