মেহের আমজাদ, মেহেরপুরঃ কিশোরী স্বাস্থ্য তথ্য সরবরাহ ও নিরাপদ মাতৃত্ব অর্জজনের লক্ষ্যে চ্যানেল আই-এর বিশেষ সচেতনতামূলক প্রকল্পের আওতায় জেলা ভিত্তিক কর্যাক্রমের অংশ হিসেবে মেহেরপুরে অনুষ্ঠিত হয়ে গেলো ‘স্বর্ণ-কিশোরী’।
শনিবার বিকেলে মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গনে বিদ্যালয়ের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খাইরুল হাসান, সিভিল সার্জন ডা. মুজিবুল হক, ডিআই ওয়ান সোলেমান হক। বক্তব্য রাখেন মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আখতারুজ্জামান, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা কাজী রওশন নাহার, চ্যানেল আই-এর মেহেরপুর প্রতিনিধি গোলাম মোস্তফা প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা ও উপস্থাপনা করেন স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সিইও এবং চ্যানেল আই-এর ইমপ্রেস টেলিফিল্ম লিঃ এর উপ-মহাব্যবস্থাপক ফারজানা ব্রাউনিয়া। অনুষ্ঠানের দশম শ্রেনীর ছাত্রী জিন্নাত আরা জিনিয়াকে সেরা স্বর্ণ কিশোরী নির্বাচিত করা হয়।