মেহের আমজাদ মেহেরপুর (২২-১০-১৬) : কর অঞ্চল খুলনা ও মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে ইউনিয়ন পরিষদের তথ্য সেবা কেন্দ্রের মাধ্যামে ই-টিন রেজিষ্টেশন ও রি:রেজিষ্টশন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক পরিমল সিংহের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কর কমিশনার ইকবাল হোসেন।
বিশেষ অতিথি ছিলেন যুগ্ম কর কমিশনার মুকুল চন্দ্র রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) শেখ ফরিদ আহামেদ, সহকারী সার্কেল সামসুজ্জামান। বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি রশিদ হাসান খান আলো। কর্মশালায় ইউনিয়ন পরিষদের তথ্য সেবা কেন্দ্রের উদোক্তারা উপস্থিত ছিলেন। মেহেরপুরের ১৮টি ইউনিয়ন ও ২টি পৌরসভার ৪০জন ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের মাধ্যমে কিভাবে সহজে (eTin) নিবন্ধন করা যায় তা পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করা হয় এবং জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইট থেকে সরাসরি http://www.nbr.gov.bd/ নিবন্ধন করে উদ্যোক্তাগণকে দেখানো হয় যাতে করদাতাগণ অতি সহজে ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র থেকে টিআইএন সেবা পেতে পারে।