মেহের আমজাদ, মেহেরপুরঃ “টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে জনমূখী সেবা ও উদ্ভাবনী প্রয়াস” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মেহেরপুরে আন্তর্জাতিক সিভিল সার্ভিস দিবস পালন উপলক্ষে আলোচনাসভা করেছে মেহেরপুর জেলা প্রশাসন।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওই আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক পরিমল সিংহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খায়রুল হাসান, জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হাসান, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হেমায়েত উদ্দিন, এনডিসি মোহাম্মদ নূর-এ- আলম, সহকারি কমিশনার শুভ্রা দাশ প্রমুখ।