মেহের আমজাদ,মেহেরপুর (০৫-০৩-১৭) “নারী-পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা’ বদলে যাবে বিশ্বা কর্মে নতুন মাত্রা” এই স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন উপলক্ষে মেহেরপুরে মানববন্ধন করেছে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর।
গতকাল রবিবার বেলা ১১টার দিকে কোর্ট সড়কস্থ জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সামনে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রশিদুল মান্নাফ কবীরের নেতৃত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এসময় সেখানে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এ.কে এম শফিউল আযম, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হিরা, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি রশিদ খান আলো, ব্রাকের মেহেরপুর জেলা প্রতিনিধি মোশারফ হোসেন, সিডিপি’র প্রতিনিধি জন পি বিশ্বাস, এডাবের প্রতিনিধি গোলাম কিবরিয়া. পুনর্ভবা মহিলা সমিতির সভানেত্রী রাজিয়া সুলতানাসহ জেলার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ও এনজিও প্রতিনিধিরা ।