ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরের এমপি, কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ নিজ নিজ এলাকায় ঈদ করবেন

admin
September 24, 2015 9:38 pm
Link Copied!

মেহেরপুর সংবাদঃ মেহেরপুরের এমপি, সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ কে কোথায় কোরবানী ঈদের (ঈদুল আযহা} নামাজ পড়ছেন তা কৌতুহলি মানুষের জানবার আগ্রহের কমতি নেই। এবছরের ঈদুল আযহায় মেহেরপুরের এমপি, প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ নিজ নিজ এলাকায় নামাজ পড়বেন।

মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন মেহেরপুর পৌর ঈদগাহে ঈদের নামাজ পড়বেন। তিনি কুরবানী দিবেন গরু। মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোঃ মকবুল হোসেন গাংনীর কেন্দ্রীয় ঈদগা ময়দানে নামাজ পড়বেন। নামাজ শেষে কুরবানী দেবেন গরু। মেহেরপুর-চুয়াডাঙ্গা আসনের সংরক্ষিত মহিলা সংসদ সদস্য সেলিনা আক্তার বানু ঈদ করবেন মেহেরপুরে। কুরবানী দেবেন গরু  ও খাসি।

মেহেরপুরের জেলা প্রশাসক মোঃ শফিকুল ইসলাম ঈদের নামাজ আদায় মেহেরপু পৌর ঈদগাহ ময়দানে। তিনি নিজ জেলা রাজশাহীতে গরু কুরবানী দেবেন। পুলিশ সুপার হামিদুল আলম ঈদের নামাজ পড়বেন পুলিশ লাইন ঈদের জামায়াতে। নামাজ শেষে সেখানে গরু কুরবানী করা হবে। মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিয়াজান আলী ঈদের নামাজ আদায় করবেন নিজ গ্রাম খন্দকারপাড়া ঈদগাহ ময়দানে। কুরবানী হিসেবে গরু জবাই দেবেন।

মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন নামাজ আদায় করবেন পৌর ঈদগাহ ময়দানে। কুরবানী দেবেন গরু। সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন চিকিৎসা জনিত কারণে বর্তমানে তিনি ভারতে রয়েছেন। মেহেরপুরে তিনি ঈদের নামাজ পড়বেন কিনা জানা যায়নি। মেহেরপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন ঈদের নামাজ পড়বেন তার নিজ গ্রাম গাংনী উপজেলার হিন্দা গ্রামে। তিনি সেখানে গরু ও খাসি কুরবানী দেবেন। এছাড়া মেহেরপুরের সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান ঢাকার মহাম্মদপুরে ঈদের নামাজ পড়বেন। নামাজ শেষে গরু কুরবানী দেবেন।

মেহেরপুর পৌরসভার মেয়র আলহাজ মোঃ মোতাচ্ছিম বিল্লাহ মতু ঈদের নামাজ আদায় করবেন মেহেরপুর পৌর ঈদ গাহ ময়দানে। তিনি গরু কুরবানী দেবেন। গাংনী পৌর মেয়র আহম্মদ আলী ঈদের নামাজ আদায় করবেন নিজ গ্রাম গাংনীর চৌগাছা ঈদগাহ ময়দানে। তিনি গরু ও খাসি কুরবানী দেবেন।

মেহেরপুর সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. মারুফ আহম্মদ বিজন ঈদের নামাজ পড়বেন মেহেরপুর পৌর ঈদগাহ ময়দানে। তার কুরবানী রয়েছে গরু। মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম নিজ গ্রাম আনন্দবাসে ঈদের নামাজ পড়বেন। তিনি কুরবানী হিসেবে সেখানে গরু কুরবানী দেবেন। গাংনী উপজেলা চেয়ারম্যান মুরাদ আলী ঈদের নামাজ পড়বেন নিজ গ্রাম করমদিতে। তিনি নিজ গ্রামে গরু কুরবানী দেবেন।  এসব নেতারা দেশবাসীকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

http://www.anandalokfoundation.com/