13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

মুস্তাফিজ চোট নিয়েই খেলেছেন

admin
November 28, 2015 1:53 pm
Link Copied!

ক্রীড়া ডেস্ক: ৮ উইকেট নিয়ে এখন পর্যন্ত বিপিএলের তৃতীয় আসরের সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় আছেন ঢাকার পেসার মুস্তাফিজুর রহমান। কিন্তু ঢাকা ডায়নামাইটসের পেসার মুস্তাফিজুর রহমান শতভাগ ফিট নন। তারপরও খেলা চালিয়ে যাচ্ছেন।

শুক্রবার ঢাকা ডায়নামাইটস বিপিএলে জয় তুলে নেয়। চার ম্যাচে এটি তাদের তৃতীয় জয়। আগের ম্যাচে সাকিবের রংপুর রাইডার্সের কাছে হেরে যাওয়ায় শুক্রবার সিলেট সুপারস্টার্সের বিপক্ষে তাদের ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ ছিল।

গুরুত্বপূর্ণ ম্যাচে তাই নিজেকে একাদশের বাইরে রাখতে পারেননি ‘আনফিট’ মুস্তাফিজ। হাতে ব্যথা নিয়েই মাঠে নেমে পড়েছেন। বল হাতে কারিশমা দেখিয়ে ৩০ রানে নিয়েছেন ২ উইকেট। দলের ৩৪ রানের জয়ে অবদানও রেখেছেন ২০ বছর বয়সি মুস্তাফিজ।

বাঁহাতি এ পেসারের ব্যথা সম্পর্কে দলের আইকন ক্রিকেটার নাসির হোসেন বলেন, ‘আমার মনে হয় না মুস্তাফিজ পুরোপুরি ফিট আছে। আমি যতটুকু শুনেছি ওর হাতে  ব্যথা আছে। দলের ফিজিও বাকিটা বলতে পারবে। গুরুতর কিছু মনে হচ্ছে না। হলে তো বোলিং করতে পারত না।’

আলোচিত এ পেসার প্রথমবারের মতো বিপিএল খেলছেন। নিজের অভিষেক সিরিজে ১৩ উইকেট নিয়ে বিশ্বমঞ্চে আলোড়ন তৈরি করা মুস্তাফিজকে নিজেদের দলে ভেড়াতে ভুল করেনি ঢাকা ডায়নামাইটস। খেলোয়াড় বাছাই প্রক্রিয়ায় সবার আগে মুস্তাফিজুর রহমানকে দলে নেয় ঢাকা।

http://www.anandalokfoundation.com/