‘দিন: দ্য ডে’ আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা ছিলো। কিন্তু দর্শকের অপেক্ষার প্রহর শেষ হলো না। মুক্তির নতুন তারিখ ও পাওয়া যায় নি।
সিনেমাটির জন্য দর্শক অনেক আগ্রহ দেখে অনন্ত জলিল বলেছিলেন, দর্শকের অপেক্ষার অবসান হচ্ছে, ‘দিন: দ্য ডে’ আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পাবে, কিন্তু তা আর হলো না।
এ সিনেমা টি বাংলাদেশ ছাড়াও ইরান, তুরস্ক ও আফগানিস্তানের বিভিন্ন লোকেশনে ছবিটির শুটিং হয়েছে। প্রায় ২ বছর ধরে এটি নির্মিত হয়েছে।
‘দিন: দ্য ডে’ সিনেমায় অনন্ত জলিলকে আন্তর্জাতিক সংস্থার একজন পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে।