আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ-পূর্ব এশিয়ার মিয়ানমারে চলছে ভোট গণনা, যে ফলে ভাগ্য নির্ধারনের অপেক্ষায় রয়েছে অং সাং সুচি আর মিয়ানমার। ফল দেখার অপেক্ষায় রয়েছে আন্তর্জাতিক মহল।
পচিশ বছর পর রোববার প্রথমবারের মতো মিয়ানমারে সব দলের অংশগ্রহণে এই সাধারণ নির্বাচন হয়। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই শেষ হয় ভোটগ্রহণ।
প্রায় তিন কোটি ভোটারের মধ্যে ৮০ শতাংশের মত ভোট বাক্সে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। দেশি-বিদেশি নির্বাচন পর্যবেক্ষকরা বলছেন, অধিকাংশ ক্ষেত্রেই অবাধ ও সুষ্ঠু হয়েছে ভোটগ্রহণ।