ভ্রাম্যমান প্রতিনিধি: নোয়াখালীতে প্রথম শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে যৌন নির্যাতন করার অভিযোগে মাওলানা মো. ইয়াকুব হোসেন (২৮) নামে এক মাদ্রাসা শিক্ষককে পুলিশে সোপর্দ করেছে জনতা।
গ্রেফতারকৃত ইয়াকুব হোসেন লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চর ফলকন গ্রামের ছগীর আহম্মদের ছেলে।
মঙ্গলবার (১৭ মে) সন্ধ্যায় নির্যাতিত শিশুর বাবা আনোয়ার উল্যাহ বাদী হয়ে সুধারাম থানায় মামলা দায়ের করেন। পরে তাকে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়।
তিনি নোয়াখালী সদর উপজেলার নোবিপ্রবি সংলগ্ন দাওয়াতুল কোরআন মাদ্রাসার ধর্মীয় শিক্ষক। শিক্ষকের এমন কাণ্ডে মাদ্রাসার অন্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা হতবাক।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকেলে মাওলানা ইয়াকুব হোসেন কৌশলে ওই শিশু শিক্ষার্থীকে তার কক্ষে ডেকে নিয়ে জোরপূর্বক যৌন নির্যাতন করেন। শিশুটির চিৎকারে আশপাশের লোক এগিয়ে এসে তাকে উদ্ধার করে। পরে ওই শিক্ষককে আটক করে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ মাওলানা ইয়াকুবকে ঘটনাস্থল থেকে আটক করে থানায় নিয়ে যায়।
সুধারাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মীর্জা মো. হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্ত শিক্ষক ইয়াকুবের বিরুদ্ধে এর আগেও এ ধরনের ঘটনার অভিযোগ রয়েছে।