মাদারীপুরে হিন্দু বৌদ্ধ খিস্টান ঐক্য পরিষদের ১৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে সম্মেলন শেষে শহরের কালিবাড়ি এলাকায় এই কমিটির ঘোষণা দেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রানা দাশ গুপ্ত। এর আগে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে শিল্পকলা একাডেমিতে সম্মেলন অনুষ্ঠিত হয়।
এর উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে শ্যামল কুমার দে ও সাধারণ সম্পাদক হিসেবে অ্যাডভোকেট বিমল চন্দ্র বাড়ৈর নাম ঘোষণা করা হয়।
কমিটিতে সহ-সভাপতির পদে অধ্যাপক হিতেন চন্দ্র মন্ডল, ধীরেন্দ্র নাথ, হরিপদ দাস, প্রশান্ত রাহা, তাপস কুমার দাস, বিনিময় সরকার এবং যুগ্ন সাধারণ সম্পাদক হিসেবে অ্যাডভোকেট বিদ্যুৎ কান্তি বাড়ৈ, কমল তালুকদার, প্রদীপ কুমার সাহা, বিধান বিশ্বাস ও প্রদ্যুৎ কুমার সরকারের নাম ঘোষণা করা হয়।