ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে শ্রমিক লীগের এক নেতাকে অব্যাহতি

নিউজ ডেস্ক
May 19, 2022 10:44 pm
Link Copied!

মাদক ব্যবসা ও ফুটপাত থেকে চাঁদাবাজির অভিযোগে বনানী থানা শ্রমিক লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন মোল্লাকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মে) এ তথ্য নিশ্চিত করেছেন বনানী থানা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মোঃ জুয়েল সিকদার। এর আগে বুধবার রাতে বনানী থানা শ্রমিক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে তাকে অব্যাহতি দেওয়া হয়।
সভাপতি মোঃ জুয়েল সিকদার বলেন, নাসির উদ্দিন মোল্লা মাদক ব্যবসার সাথে জড়িত, দলের প্রভাব দেখিয়ে বনানী থেকে মহাখালী কাঁচাবাজার পর্যন্ত ফুটপাতসহ বিভিন্ন প্রতিষ্ঠানে চাঁদাবাজি করে যাচ্ছেন। যা দলের ভাবমূর্তি নষ্ট করতেছে। এছাড়া নাসির উদ্দিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দলের নেতাকর্মী ও দলের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার করে যাচ্ছেন। এ নিয়ে শ্রমিক লীগ ও অঙ্গসংগঠনের নেতাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
তিনি বলেন, নাসির উদ্দিনের নানা প্রকার অপরাধ তদন্ত করে সত্য প্রমাণিত হওয়ায় বনানী থানা শ্রমিক লীগের অস্থায়ী কার্যালয়ে এক বর্ধিত সভায় সকল নেতাকর্মীদের সিদ্ধান্তমতে ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও যুগ্ন-সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এবং মোঃ ফরিদ খানকে পূনরায় সাধারন সম্পাদকের পদ ফিরিয়ে দেওয়া হয়।
এ বিষয়ে নাসির উদ্দিন মোল্লার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সব মিথ্যা। জুয়েল সিকদার উদ্দেশ্য প্রনোদিতভাবে অর্থের বিনিময়ে আমাকে অবৈধভাবে পদ থেকে অব্যাহতি প্রদান করেছেন। জুয়েল সিকদারের বিরুদ্ধে কমিটি বানিজ্যের অভিযোগ রয়েছে। কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের স্বাক্ষরিত আদেশ ছাড়া আমাকে অব্যাহতি দেওয়া অবৈধ।’
নাসির উদ্দিন আরও বলেন, ‘ফরিদ খান বনানী থানায় ধর্ষণ মামলার আসামি। জেলে যাওয়ার পর যাকে বহিস্কার করা হয়েছে, জেল থেকে জামিনে বের হওয়ার পর আবার পদে বহাল করেছে।’
http://www.anandalokfoundation.com/