রাজবাড়ীতে পারিবারিক কলহে মেয়ের সামনে মা বিউটি বেগমকে (৩০) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী আব্দুল লতিফ কাজীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে তিনি পালাতক রয়েছেন।
আজ বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাত পৌনে ২টার দিকে রাজবাড়ী সদর উপজেলার বানিবহের বার্থায় হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে।
জানা গেছে, ১২ বছর আগে বিউটির সঙ্গে আব্দুল লতিফের পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের ১১ বছর বয়সী একটি মেয়ে ও চার বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। কয়েকবছর ধরে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হয়। কিন্তু বৃহস্পতিবার মধ্যরাতে হঠাৎ এলোপাথাড়িভাবে কুপিয়ে বিউটিকে হত্যা করে পালিয়ে যায় লতিফ। তাদের বড় সন্তান মীমের সামনেই এই হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশ ও স্থানীয়রা ধারনা করছে যে পারিবারিক কলহের কারণে এ ঘটনা ঘটেছে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় লতিফ কাজীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি হত্যার প্রকৃত রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।