ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

মহম্মদপুর উপজেলা কালুকান্দী গ্রামের বস্তাবন্ধি লাশের পরিচয় শনাক্ত

Palash Dutta
June 6, 2021 1:26 pm
Link Copied!

মাগুরার মহম্মদপুর উপজেলা বিনোপুর ইউনিয়নের কালুকান্দী গ্রামের রাস্তার পাশে পরিত্যক্ত পুকুরে বস্তাবন্ধি অজ্ঞাত যুবকের লাশের পরিচয় শনাক্ত করেছে পুলিশ।
যুবকের ব্যাক্তির নাম মোঃ আজিজুর রহমান (৩০)। মাগুরা সদর উপজেলার সংকোচখালি গ্রামের মৃত মুজিবর রহমান ছেলে। সে নানার বাড়ি থাকতেন। উপজেলার বানিয়াবহু গ্রামের আবুল কাশেম নাতি। আজিজুর রহমান মাগুরা সদর উপজেলার ইছাকাদা এলাকার আলতাফ উদ্দিনের জামাতা।
ধারণা করা হ”েছ দূর থেকে টুকরো করে গাড়িতে এনে ওই ¯’ানে ফেলে রেখে গেছে। তবে কি কারনে তাকে হত্যা করা হয়েছে তা এখনও জানা যায়নি।
রবিবার সকালে মহম্মদপুর উপজেলার কালুকান্দী গ্রামের রাস্তার পাশে পুকুরে বস্তাবন্দি অজ্ঞাত লাশ দেখতে পায় ¯’ানীয় লোক। পরে পুলিশকে খরব দিলে পুলিশ ঘটনা¯’লে পৌঁছে লাশ উদ্ধার।
ঘটনা¯’ল পরিদর্শন করেছেন মাগুরার সহকারী পুলিশ সুপার (সার্কেল) হাফিজুর রহমান।
মহম্মদপুর থানার ওসি তারক বিশ্বাস নিশ্চিত করেছেন।

http://www.anandalokfoundation.com/