৩০ টি ওয়ার্ড নিয়ে গঠিত বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় এখন মূল সমস্যা হয়ে দাঁড়িয়েছে মশা। মশার উপদ্রব এতটাই বেড়েছে যে ঘরে বাহিরে কোথাও বসার উপায় নেই। যা নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করছে। বাসাবাড়ি থেকে শুরু করে দোকানপাট, স্কুল-কলেজ, অফিস-আদালত—সবখানেই মশার দাপট যেন নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন পদ্ধতি অনুসরণ করে মানুষ মশার উৎপাত থেকে মুক্তি পেতে চেষ্টা করছে। তবে কয়েল জ্বালানো, স্প্রে ব্যবহার এবং মশারি টাঙানোর মতো প্রচলিত পদ্ধতিগুলোও এই পরিস্থিতিতে খুব একটা কার্যকর হচ্ছে না।
গত দুই বছর ধরে মশার উপদ্রব বিগত বছর গুলোর তুলনায় অনেক গুণ বেড়েছে, যা নগরবাসীর মধ্যে ডেঙ্গু, চিকুনগুনিয়াসহ নানা মশাবাহিত রোগের আশঙ্কা বাড়াচ্ছে। চলতি বছরে গত এক মাসে মশার সংখ্যা দ্বিগুণেরও বেশি বেড়েছে, ফলে মানুষের স্বাভাবিক জীবনযাপন প্রায় অসম্ভব হয়ে উঠেছে।
বরিশাল সিটি কর্পোরেশন প্রতি বছর মশক নিধনে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে, কিন্তু তাতে কাঙ্ক্ষিত সুফল পাচ্ছে না নগরবাসী। কীটতত্ত্ববিদরা মনে করেন, নগরীর বিভিন্ন খাল, জলাশয়, নর্দমা, এবং মজা পুকুরগুলো কিউলেক্স মশার প্রধান প্রজনন কেন্দ্র হিসেবে কাজ করছে। এসব স্থানে জমে থাকা কচুরিপানাসহ অন্যান্য ময়লা-আবর্জনা পরিষ্কার না করায় এবং সঠিকভাবে কীটনাশক প্রয়োগ না করার ফলে মশার বংশবিস্তার ত্বরান্বিত হচ্ছে। এ ছাড়া, দীর্ঘদিন ধরে বর্ষণ না হওয়ায় ডোবা-নর্দমার পানি ঘন হয়ে সেখানে জৈব উপাদানের মাত্রা বেড়ে গেছে, যা মশার বংশবিস্তারে সহায়ক ভূমিকা পালন করছে। ফলে মশা দমনে সিটি কর্পোরেশনকে সারা বছর পরিকল্পিতভাবে কাজ করতে হবে বলে বিশেষজ্ঞরা মত প্রকাশ করেছেন।
তারা মনে করেন, মশা নিধনের মাঠ পর্যায়ের কর্মীদের নিয়মিত তদারকি ও সঠিকভাবে দায়িত্ব পালন নিশ্চিত করতে হবে। নির্ধারিত স্থানে কীটনাশক ছিটানো হচ্ছে কিনা, মশা মারার ওষুধ কার্যকর হচ্ছে কিনা তা তদারকি করতে হবে। পাশাপাশি মশক নিধনের জন্য বিকল্প পদ্ধতিও বিবেচনা করতে হবে। অন্যদিকে, নাগরিকদেরও সচেতন হওয়া জরুরি। কারণ জলাশয় ও খাল পরিষ্কার রাখার ক্ষেত্রে নাগরিকদের সহায়তা সিটি কর্পোরেশনের কাজকে অনেক সহজ করতে পারে।
নগরীর কাউনিয়া, ভাটিখানা, পলাশপুর এলাকায় এলাকায় মাশার উপদ্রব অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে বলে দেখা যায়। কাউনিয়া এলাকায় ডাম্পিং স্ট্রেশন কাছে থাকায় এই এলাকায় মশার প্রাদুর্ভাব
মাত্রাতিরিক্ত বেশি দেখা যায়। এসকল এলাকায় সন্ধা নামলেই মশার তান্ডব চোখ পড়ার মতন। আর এজন্য সিটি কর্পোরেশন ও ডাম্পিং স্ট্রেশনকে দায়ী করছেন এলাকাবাসী। সিটি কর্পোরেশনের ফগার মেশিনও এখন আর চোখে পড়ে না পড়ে না বলে দাবী অনেকের।
কাউনিয়া হাউজিং এলাকার বাসিন্দা বাবুল কাজী জানান, গত কয়েক বছরের তুলনা এবছর মশার উপদ্রব বেশি। মশার কামড় থেকে বাঁচতে দিনের বেলায় দরজা-জানালা বন্ধ করে থাকতে হচ্ছে। এমনকি কয়েল ব্যবহার করেও মশার হাত থেকে নিস্তার মিলছে না। তার মতে, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না।
কাউনিয়া বিসিক এলাকার বাসিন্দা রুবেল আহমেদ জানান, তার এলাকায় বরাবরই মশার উপদ্রব বেশি থাকে। সিটি কর্পোরেশনের কর্মীরা নিয়মিত মশার ওষুধ ছিটানোর কাজে আসে না। সন্ধ্যার পর মশার তীব্রতায় বাইরে চলাফেরা প্রায় অসম্ভব হয়ে পড়ে। দ্রুত পদক্ষেপ না নিলে মশাবাহিত রোগের প্রকোপ বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
কাউনিয়া হাউজিং এলাকার আরেক বাসিন্দার শাহিন হাওলাদারের দাবি, তার বাড়ির আশপাশে ডাম্পিং স্টেশন থাকায় প্রতি বছরই মশার উপদ্রব বেশি থাকে। তবে এ বছর সেই মাত্রা অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি। ছেলেমেয়েরা মশারির ভেতরে বসে পড়াশোনা করতে বাধ্য হচ্ছে। তিনি এ পরিস্থিতিতে সিটি কর্পোরেশনের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।
এবিষয়ে বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মাছুমা আক্তারের ফোনে একাধিকবার ফোনদেয়া হলে তিনি সংযোগটি বিচ্ছিন্ন করে দেন।
ডেঙ্গু প্রতিরোধে সকলের সচেতনতা জরুরি জানিয়ে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: শ্যামল কৃষ্ণ মন্ডল জানান, বর্তমানে বরিশালে আশঙ্কাজনকহারে বাড়ে ডেঙ্গু। ডেঙ্গু রোগীদের চিকিৎসায় কাজ করছে স্বাস্থ্য বিভাগ। এছাড়া ডেঙ্গু থেকে বাঁচতে হলে স্বাস্থ্য বিভাগ, সিটি কর্পোরেশন সহ সকলকে এক হয়ে কাজ করতে হবে। আর ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে জরুরি হলো মানুষের মাঝে সচেতনতা, মানুষ সচেতন হলে ডেঙ্গু কমে আসবে।
উল্লেখ্য, গত বছর এডিস মশার কামড়ে ডেঙ্গু রোগে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা রেকর্ড ছুঁয়েছিল। এখনও তার প্রভাব কিছুটা রয়ে গেছে। অন্যদিকে কিউলেক্স মশার কামড়ে প্রুরিগো সিমপ্লেক্স নামে একটি এলার্জিজনিত রোগ দেখা দেয়, যা বেশির ভাগ ক্ষেত্রে শিশুদের আক্রান্ত করে। বিশেষজ্ঞরা মনে করেন, মশার উপদ্রব রোধে এখন থেকেই সচেতনতা বৃদ্ধি এবং মশক নিধনের দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন। অন্যদিকে বরিশাল সিটি কর্পোরেশনের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন নগরবাসী, যাতে ডেঙ্গুর ভয়াবহতা থেকে রক্ষা পায় নগরবাসী।