নিজস্ব প্রতিবেদকঃ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, মন্ত্রণালয়কে বা সরকারকে বিব্রত করতে একটি চক্র প্রশ্নফাঁসের ঘটনা ঘটাচ্ছে। আজ রোববার শিক্ষা মন্ত্রণালয়ের এক বৈঠকে এ কথা বলেন মন্ত্রী। এসএসসি পরীক্ষার প্রথম দুই দিনের প্রশ্ন ফাঁস হয়েছে কিনা তদন্ত করে দেখতে বৈঠকে ১১ সদস্যের কমিটি গঠন করা হয়। এছাড়া প্রশ্নপত্র ফাঁসকারীদেরকে ধরিয়ে দিলে ৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আজ বিকাল ৩টায় শুরু হওয়া বৈঠকে প্রশ্নফাঁস ইস্যু নিয়ে আলোচনা করা হয়। আগামী পাবলিক পরীক্ষায় বহুনির্বচনি অভীক্ষা (এমসিকিউ) পুরোপুরি উঠিয়ে দেয়া নিয়ে আলোচনা হলেও এখনও কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। আরও আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানানো হয়েছে।
গতকাল শনিবার এসএসসি পরীক্ষায় বাংলা দ্বিতীয় পত্র এবং গত বৃহস্পতিবার বাংলা প্রথম পত্রের প্রশ্ন ফাঁস হয়। এ নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনার মধ্যে সরকার তদন্ত কমিটি গঠন করলো।