মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুর জেলার মধুখালী উপজেলার আড়পাড়া, কামারখালী এবং ডুমাইন ইউনিয়নে যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ২০১৮ সালে যে সকল ছাত্র-ছাত্রী এস.এস.সি. পরীক্ষায় এ+ পেয়েছেন।
তারা হলেন (ক) আড়পাড়া উচ্চ বিদ্যালয়ে এ+ পেয়েছেন ৪ জন এরা হলেন, ১। মোঃ শাহরিয়ার খান মিলন, পিতাঃ আব্দুর রহমান খান, মাতাঃ শাবানা ইয়াসমিন, গ্রামঃ মছলন্দপুর, ডাকঘরঃ কামারখালী, উপজেলাঃ মধুখালী, জেলাঃ ফরিদপুর। তার ইচ্ছা লেখা পড়া করে ডাক্তার হওয়া। ২। দিপ্ত দাস, পিতাঃ মৃত. অশোক দাস, মাতাঃ রাণী বালা দাস, গ্রামঃ মছলন্দপুর, ডাকঘরঃ কামারখালী, উপজেলাঃ মধুখালী, জেলাঃ ফরিদপুর।
তার ইচ্ছা লেখা পড়া করে জেলা প্রশাসক হয়ে দেশের সেবা করা। ৩। সৌরভ বিশ্বাস, পিতাঃ চিত্তরঞ্জন বিশ্বাস, মাতাঃ সুন্দরী বিশ্বাস, গ্রামঃ গড়িয়াদহ, ডাকঘরঃ কামারখালী, উপজেলাঃ মধুখালী, জেলাঃ ফরিদপুর। তার ইচ্ছা লেখা পড়া করে ইনঞ্জিনিয়ার হওয়া। ৪। হোমায়রা আদিবা,পিতাঃ শেখ মোহাম্মদ আলমগীর, মাতাঃ নিতু পারভীন, গ্রামঃ রাজধরপুর, ডাকঘরঃ কামারখালী, উপজেলাঃ মধুখালী, জেলাঃ ফরিদপুর। সে গড়িয়াদহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষিকার মেয়ে। তার ইচ্ছা লেখা পড়া করে ডাক্তার হয়ে মানুষের সেবা করা।
(খ) ডুমাইন রাম লাল উচ্চ বিদ্যালয়ে এ+ পেয়েছেন ১ জন তিনি হলেন, নিয়ামুল হক রিকি, পিতাঃ মোঃ জাহাঙ্গীর হোসেন মোল্যা, মাতাঃ রিনা বেগম, গ্রামঃ ডুমাইন, ডাকঘরঃ ডুমাইন, উপজেলাঃ মধুখালী, জেলাঃ ফরিদপুর। তার স্বপ্ন এইচ.এস.সি. তে জিপিএ. ৫ পেয়ে বুয়েট থেকে ইনঞ্জিনিয়ারিং পড়ে মানুষের মত মানুষ হওয়া।
(গ) বীরশ্রেষ্ঠ উচ্চ বিদ্যালয়ে এ+ পেয়েছেন ১ জন তিনি হলেন, মারুফ হোসেন লস্কার, পিতাঃ মোঃ দেলোয়ার হোসেন লস্কার, মাতাঃ বেনজিরা বেগম, গ্রামঃ কোমরপুর, ডাকঘরঃ কামারখালী, উপজেলাঃ মধুখালী, জেলাঃ ফরিদপুর। তার ইচ্ছা লেখা পড়া করে ইনঞ্জিনিয়ার হওয়া। (ঘ) কাজী সিরাজুল ইসলাম গালর্স স্কুল এন্ড কলেজে এ+ পেয়েছেন ১ জন তিনি হলেন, মোছাঃ রুমা খাতুন, পিতাঃ ছিদ্দিকুর রহমান, মাতাঃ রেহেনা বেগম, গ্রামঃ রাজধরপুর, ডাকঘরঃ কামারখালী, উপজেলাঃ মধুখালী, জেলাঃ ফরিদপুর। তার ইচ্ছা লেখা পড়া করে ডাক্তার হয়ে মানুষের সেবা করা। এরা সবাই সকলের নিকট দোয়া ও আর্শিবাদ কামনা করেন।