ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়ন ছাত্রদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
৭ই ডিসেম্বর শনবিার বিকালে উপজেলার কামারখালী বাজার চৌরাস্তা কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ফরিদপুর- ১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম নাসির ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ফরিদপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক শাহারিয়ার হোসেন জুয়েল, সহ-সাংগঠনিক সম্পাদক আনিচুর রহমান, মধুখালী স্বেচ্ছাসেবকদলের যুগ্ন আহবায়ক ফরিদ হোসেন , সদস্য সচিব জহিরুল ইসলাম লিটন, যুগ্নঃ আহবায়ক শরিফুল ইসলাম, ফরিদ হোসেন, মধুখালী পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক গোলাম সরাফত হোসেন শরৎ, মধুখালী উপজেলা যুবদলের সদস্য সচিব তারিকুল ইসলাম এনামূল, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক বাধন মন্ডল, মধুখালী আইন উদ্দিন কলেজের ভিপি রেদওয়ান হাসান রুমান। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা বিএনপি সভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরান, সাধারন সম্পাদক আবুল কাশেম আবুল, সাংগঠনিক সম্পাদক হায়দার আলী মোল্যা, যুগ্নঃ সাধারন সম্পাদক বাবলু কুমার রায়, ফরিদপুর জেলা যুবদলের সহ-সভাপতি আব্দুল আলীম মানিক, মধুখালী উপজেলা যুবদলের আহবায়ক এস. এম. মুক্তার হোসেন, মধুখালী উপজেলা কৃষকদলের যুগ্ন আহবায়ক ফরিদুল ইসলাম ফুরাদ, মধুখালী উপজেলা বিএনপি সদস্য সাঈদুর রহমান, হাবিবুর রহমান মিয়া, মিরাজুল ইসলাম মিল্টন, মধুখালী উপজেলা যুবদলের যুব বিষয়ক সম্পাদক কাজী মামুন হোসেন, আড়পাড়া ইউনিয়ন বিএনপি আহবায়ক এহিয়া হোসাইন, মনোয়ার হোসেন জুয়েল, আসাদুজ্জামান মোল্যা. আড়পাড়া ইউনিয়ন ছাত্রদলের মেজবা শেখ , কৃষকদলের রুকু মন্ডল সহ উপজেলা এবং আড়পাড়া ও কামারখালী ইউনিয়ন বিএনপি, ছাত্রদল সহ সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের আহবায়ক ওমর ফারুক ও সদস্য সচিব সাদ্দাম আরেফিন এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, প্রার্থীদের মধ্যে সাইম ইসলাম, সিয়াম বিশ্বাস, জিহাদুল ইসলাম, ওয়াসিম মিয়া, তানভীর হোসেন,আজিম, ইমন হোসেন, শেখ ওমর , বাপ্পী মৃধা , কামারখালী সরকারী বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ কলেজের কাজল আহম্মেদ, শিবলু মৃধা প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ছাত্রদল সব সময় সেবকের ভূমিকায় থাকে। কেউ অসুস্থ্য হলে এ্যাম্বুলেন্সটি আনার কাজটি যেমন করে তেমনি কেই বিপদে পড়লে তার পাশেও দাঁড়ায় ছাত্রদল। ছাত্রদল আদর্শ দিয়ে নেতৃত্ব প্রমাণ করতে হবে। প্রতিটি বাড়ি-বাড়ি গিয়ে খন্দকার নাসির এর হাতকে শক্তিশালী করতে অগ্রনী ভূমিকা পালন করতে হবে ছাত্রদলকেই। ছাত্রদলের কোনো নেতা-কর্মী অনৈতিক কাজে জড়াতে পারে না।
নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, সাধারণ মানুষের ক্ষতি হয় এমন কোনো কর্মকান্ডে জড়ালে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলে হুশিয়ার করা হয়। বিএনপি জনগনের জন্য কাজ করে। আগামীতেও সম্মিলিত প্রচেষ্টায় ফরিদপুর -১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম নাসিরকে এমপি নির্বাচিত করে এই এলাকার মানুষের কল্যাণে কাজ করার সুযোগ দেয়ার আহবান জানিয়ে মধুখালী উপজেলার সকল স¤প্রদায়ের পাশে গিয়ে কাজ করার আহবান জানান। সবশেষে কামারখালী ইউনিয়ন ছাত্রদলের কমিটির প্রার্থীদের সবার বক্তব্য নেওয়া হলো পরবর্তীতে কমিটি ঘোষনা করা হবে ।