ঢাকা

মধুখালীতে নিম্ন-আয়ের পরিবারের জন্য টিসিবির পণ্যর দ্বিতীয় কিস্তি বিক্রি শুরু

Link Copied!

দেশের ১ কোটি নিম্নআয়ের পরিবারের কাছে সোমবার থেকে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্যও দ্বিতীয় কিস্তি বিক্রি শুরু করা হয়েছে । এ সব পণ্যের মধ্যে আছে প্রতিটি লিটার ১১০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল, ৫৫ টাকা দরে ২ কেজি চিনি, ৬৫ টাকা দরে ২ কেজি মসুর ডাল, কেজি ৫০টাকা দরে ২ কেজি ছোলা ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে তাদের কাছে এ পণ্য বিক্রি করা হচ্ছে। ২ কিস্তিতে ১ কোটি পরিবারের কাছে টিসিবির পণ্য বিক্রি করা হবে।

দ্বিতীয় কিস্তি চলবে ৩-২০ এপ্রিল। পণ্য বিক্রির সুবিধার জন্য দেশব্যাপী সুবিধাভোগী পরিবারগুলোর তালিকা তৈরি করে বিশেষ ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশিকুর রহমান চৌধুরী এবং ইউনিয়ন পর্যায়ে জনপ্রতিনিধিদের সহায়তায় স্থানীয় জনসংখ্যা, দারিদ্র্যের সূচক বিবেচনায় নিয়ে এ তালিকা তৈরি করা হয়েছে। এতে করে প্রায় ৫ কোটি মানুষ উপকৃত হবেন।

‘এরমধ্যে কামারখালী ইউনিয়নে ৭৬৬জন ‘বিতরণের আগের দিন সংশ্লিষ্ট ফ্যামিলি কার্ড হোল্ডারদের পণ্য বিক্রির স্থান ও সময় জানিয়ে দেওয়া হয়েছে,’ এই লক্ষে সোমবার ফরিদপুরের মধুখালী উপজেলা সহ কামারখালী ইউনিয়নের টিসিবি এর মাধ্যমে অতিদরিদ্র মানুষের মাঝে ৫৬০টাকায় বিক্রি করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা কর্মকর্তা ও মধুখালী থানা পুলিশ, স্থানীয় চেয়ারম্যান ও ইউ.পি. সদস্য সহ গ্রাম পুলিশ প্রমুখ। বিতরনে জাহাঙ্গীর ট্রেডার্স , কামারখালী, মধুখালী , ফরিদপুর। কার্ড সহি সম্পাদন করেন দয়ারামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রোকনুজ্জামান মৃধা, কামারখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নব কুমার দত্ত।

http://www.anandalokfoundation.com/