গতকাল বুধবার ডুমাইন ইউনিয়নের নিম্ন আয়ের ৫১০ জনের মানুষের মধ্যে টিসিবি পন্য ২কেজি মশুরী ডাল ও ২ লিটার সয়াবিন তেল এবং ৫ কেজি চাল সহ মোট ৪৭০ টাকায় ডুমাইন ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বিক্রি করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আসাদুজ্জামান তপন, ইউ.পি. সদস্য শাহ্ কামরুজ্জামান কামাল, ইউ.পি. সদস্য নকীব আহম্মেদ কেরামত, মহিলা মেম্বর অসীমা মন্ডল, রেশমা পারভীন সহ ডুমাইন ইউনিয়নের গন্যমান্য ব্যক্তি প্রমুখ।
ডিলারের দায়িত্বে ছিলেন মেগচামী ইউনিয়নের নরকোনার অমিত মজুমদার ট্রেডার্স। পরিচালনায় ছিলেন কৃষ্ণ সহ আরো অনেকে। বিতরনের তালিকা অনুযায়ী তদারকীতে ও বিতরনের লেখনীতে ছিলেন ভেল্লাকান্দি গ্রামের সমাজসেবক কামরুল আহসান মামুন। কার্ডধারীদের মাধ্যমে জানা যায় সুষ্ট ও সুন্দরভাবে টিসিবি পন্য বিক্রি করা হয় এবং তারা টিসিবি পন্য পেয়ে খুব খুশি।