14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

মঙ্গল গ্রহে গরিলা?

admin
January 21, 2016 1:25 am
Link Copied!

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: মঙ্গল গ্রহে প্রাণের অস্তিত্ব রয়েছে কিনা, সে বিষয়ে অনেক বছর ধরেই গবেষণা চলছে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা এ বিষয়ে গবেষণা চালাচ্ছে।

মঙ্গল গ্রহে বর্তমানে কোনো প্রাণির বসবাস রয়েছে, এমন প্রমাণ নাসা তাদের গবেষণায় না পেলেও, ইউএফও গবেষকরা এ ব্যাপারে নাসার সঙ্গে একমত নন। বরাবরই ইউএফও গবেষকরা মঙ্গল গ্রহে প্রাণীর বসবাস ছিল কিংবা এখনো রয়েছে বলে দাবি করে আসছেন।

মঙ্গলে প্রাণের অস্তিত্ব খোঁজার জন্য ২০১২ সাল থেকে গ্রহটিতে কাজ করছে নাসার বিশেষ রোবটযান কিউরিসিটি রোভার। শক্তিশালী এই রোবটযানটি মঙ্গল গ্রহে নানা অনুসন্ধান চালাচ্ছে এবং একের পর এক ছবি পাঠাচ্ছে।

আশ্চর্যের বিষয় যে, কিউরিসিটি রোভারের পাঠানো ও নাসার প্রকাশিত ছবিগুলো বিশ্লেষণ করেই ইউএফও গবেষকরা মঙ্গল গ্রহে প্রাণের অস্তিত্বের দাবি করে আসছেন।

কিউরিসিটি রোভারের পাঠানো নাসার প্রকাশিত মঙ্গল গ্রহের একটি ছবিতে এবার উটের বাচ্চা এবং গরিলা দেখা গেছে বলে দাবী করা হয়েছে ইউএফও নিয়ে গবেষণা করে এমন একটি ইউটিউব চ্যানেল ‘মিসটার এনিগমা’। তবে গরিলা নাকি ভাল্লুক সেটা নিয়ে কিছুটা দ্বিধাদ্বন্দ্বে রয়েছে। এগুলো মঙ্গলের প্রাণিও হতে পারে কিংবা মূর্তিও হতে পারে বলে দাবি করা হয়েছে।

এদিকে অনলাইনে অনেকে মন্তব্য করছেন, ছবিতে যা দেখা যাচ্ছে, সেটি হচ্ছে ভাল্লুক ও তার বাচ্চা। আবার কারো মতে, গরিলা ও উটের বাচ্চা।

মিস্টার এনিগমার ইউটিউব চ্যানেলে এ সংক্রান্ত ভিডিওতে বলা হয়েছে, স্পষ্টভাবে বোঝার সুবিধার্থে ছবিটা কিছুটা কালার এবং জ্যুম করেছেন তারা। ফলে স্পস্টভাবেই বোঝা যাচ্ছে যে, মঙ্গলে এটি গরিলা বা ভাল্লুক টাইপের প্রাণি হতে পারে কিংবা তাদের মূর্তিও হতে পারে। আরো অবাকের বিষয় হচ্ছে, পাশে ছোট কোনো প্রাণির বাচ্চাও রয়েছে। হতে পারে সেটা উট কিংবা ভাল্লুকের বাচ্চা কিংবা মূর্তি।

২০১৩ সাল থেকে ইউএফও গবেষকরা মঙ্গল গ্রহের ছবি বিশ্লেষণ করে প্রাণের অস্তিত্ব বিষয়ে নানা কিছু দেখার দাবি করে আসলেও তাদের একের পর এক এসব দাবির ব্যাপারে নাসা বরাবরই নীরব। ফলে বিতর্ক থেকেই যাচ্ছে।

অন্যদিকে ২০৩০ সালের মধ্যে পরীক্ষামূলকভাবে মঙ্গল গ্রহে বসবাসের জন্য মানুষ পাঠানোর জন্য ইতিমধ্যেই নানা উদ্যোগ ও পরিকল্পনা নিয়েছেন নাসার বিজ্ঞানীরা। পৃথিবী থেকে মঙ্গল গ্রহের দূরত্ব ৫ কোটি ৫০ লাখ কিলোমিটার।

তথ্যসূত্র: মিরর

http://www.anandalokfoundation.com/