দি নিউজ ডেক্সঃ ভয়াবহ তুষারধসের জেরে কাশ্মীরে মৃত্যু হল কমপক্ষে ৮ জনের। এর মধ্যে তিনজন সেনা জওয়ান বলে জানা গিয়েছে। এদিন দুটি তুষারধসের ঘটনা ঘটেছে। কুপওয়ারাতে মাছিল সেক্টরে তুষারধসে ওই তিন সেনা জওয়ানের মৃত্যু হয়েছে বলে খবর। এছাড়া এখনও নিখোঁজ রয়েছেন আরও দুই সেনা জওয়ান।
অন্যদিকে গগনগীরের কাছে কুলান গ্রামে তুষারধসে ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। সেন্ট্রাল কাশ্মীরের গান্দেরবাল জেলার সোনমার্গে ওই গ্রামটি অবস্থিত। ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু করেছে ওই এলাকার সেনা এবং পুলিশেরা। বিপর্যস্ত এলাকা শ্রীনগর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে রয়েছে। উদ্ধারকারী দল সেই কারণে গাড়ি নিয়ে ওই এলাকায় যেতে পারেনি। ফলে পৌছতে দেরি হয়ে যায়। তাই পায়ে হেঁটেই উদ্ধারকারী দল পৌঁছে যায় ওই এলাকায়।
একদিকে যেমন, জম্মু কাশ্মীরের উঞ্চু অঞ্চলগুলি এবং লাদাখ মারাত্মক তুষারপাতের মুখোমুখি হয়, অন্যদিকে ওই রাজ্যের সমভূমি অঞ্চল মুখোমুখি হয় ব্যাপক বৃষ্টির। লাদাখ এলাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে একজন কর্মকর্তা জানিয়েছেন, বিভিন্ন অঞ্চলে স্বল্প-ঝুঁকিপূর্ণ তুষারপাতের সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি যে এলাকাগুলি ঝুকিপূর্ণ সেই এলাকাগুলিকে সাধারণ মানুষকে এড়িয়ে যেতে বলা হয়েছে।