স্টাফ রিপোর্টার: বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ব্যবহারের জন্য কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছে বিএনপি দলের আসন্ন ৬ষ্ঠ জাতীয় কাউন্সিলে। ১৯ মার্চ সম্ভাব্য তারিখ রেখে এই ভেন্যু চাওয়া হয়েছে।
দলটির সহ-প্রচার সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স জানান, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র বুকিংয়ের জন্য গণপূর্ত মন্ত্রণালয়ে চিঠি দেয়া হয়েছে।
১৯ মার্চ কাউন্সিলের ব্যাপারে তিনি বলেন, ‘এটা ভেন্যু পাওয়ার ওপর নির্ভর করবে। ১৯ তারিখে যদি সেখানে অন্য প্রোগ্রাম থাকে তাহলে ২০ বা ২১ তারিখেও হতে পারে।’