প্রানতোষ তালুকদারঃ সংখ্যালঘু সম্প্রদায়ের ধানী জমি জবরদখল, সরকারী গাছ কাঁটা, অবৈধভাবে নদী হতে বালু উত্তোলন এবং জোরপূর্বক ফসলী জমিতে বালু ভরাটের প্রতিবাদে মানবন্ধন।
আজ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের এর সম্মুখে মানববন্ধন করেছেন ভূমিদস্যু যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার আতিয়ার রহমান দিপুর বিরুদ্ধে জলিরপাড় ইউনিয়নের অধিবাসী ও বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।
ভূমিদস্যু আতিয়ার রহমান দিপু গোপালগঞ্জ জেলাধীন মুকসুদর উপজেলার জলিপাড় ইউনিয়নের অধিবাসীদের তালবাড়ী নামক গ্রামের দক্ষিণ পার্শ্বে অল্প কিছু ধানী জমি কিনে সেখানে বালু ভরাটের কাজ শুরু করে। বর্তমানে উক্ত জমির চতুরপার্শ্বে যে সমস্ত জমি বিক্রি হয়নি বা এলাকার লোকেরা জমি বিক্রি করে নাই, সেই সমস্ত জতিতে তিনি বালু ফেলে ভরাট করেছেন। জমির মালিকরা প্রতিবাদ করলে উল্টো জমির মালিকদের গালিগালাজ করে এবং জমি বিক্রি করতে চাপ দেয়। যাদের জমি তারা সংখ্যালঘু হিন্দু ও খ্রীষ্টিয়ান সম্প্রদায়ের লোক। উক্ত জমিগুলির বালু উঠাইয়া নিতে অনুরোধ করলে তিনি কোন তোয়াক্কা করেন না বরং বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করেন এবং সংখ্যালঘু হিন্দু ও খ্রীষ্টিয়ানদের এ দেশ ত্যাগ করে চলে যাওয়ার হুমকি দেয়।
ভূমিদস্যু আতিয়ার রহমান দিপু তৈরি শক্তিশালী সন্ত্রাসী বাহিনীর ভয়ে জলিরপাড় ইউনিয়ের অধিবাসী আতঙ্কগ্রস্থ অবস্থায় দিনাতিপাত করছে। যে কোন মূহুর্তে তাদের উপর নির্মম অত্যচার ও হামলা হতে পারে। অনেক কৃষক ভাইয়ের জমিতেও বালু ফেলেই যাচ্ছে। সেই জমিগুলিতে কোন দিন আর ফসল উৎপাদন করা সম্ভব হবে না বলে জানায় আজকের এই মানববন্ধনে। জমির মালিকদের ক্ষতিপূরণ দেয়া তো দূরের কথা উল্টো সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের কৃষকদের সমস্ত জমি জোর করে হলেও নিয়ে যাবে বলে হুমকি প্রদর্শন করে যাচ্ছে।
বর্তমানে ভূমিদস্যু আতিয়ার রহমান দিপু নিজেকে আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা বলে জাহির করছেন এবং প্রচার করছেন যে তিনি নাকি জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেষ হাসিনার অনুমতি সাপেক্ষে এখানে যে করেই হোক “সাসকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক” তৈরি করবেন। তাই সে জমিগুলো দখল করছে এবং আরও যার যার জমি আছে তার নিকট বিক্রী করতে বলছে নইলে তিনি ঘোষণা দিয়েছেন যে অত্র মৌজার সমস্ত সম্পত্তি তার সীমানার মধ্যে জোরপূর্বক হলেও নিয়ে যাওয়ার হুমকি দিয়ে আসছে।
সংখ্যালঘু জমির মালিকদের বলছে যে তারা যদি জমি তার নিকট বিক্রি না করে তবে সে সরকার থেকে সমস্ত জমি একোয়ার করে নিয়ে যাবে। ডিসি. এসপি সহ প্রশাসনের সমস্ত লোক তার নাকি হাতের মুঠোয়। আর বলছে এই জমি নিয়া আন্দোলন করলেও কোন লাভ হবে না। জমি বিক্রি না করলে জমির মালিকদের নাকি মহা বিপদ হবে এই বলে হুমকি দিচ্ছে।
ঐ এলাকারই বানিয়ারচর, তালবাড়ী গ্রামের পাশ দিয়ে চলছে “মধুমতি বিলরুট ক্যানাল”। প্রবাহমান এই নদী থেকে ভূমিদস্যু আতিয়ার রহমান দিপু কোন কিছুর তোয়াক্কা না করে সম্পূর্ণ ক্ষমতার দাপটে দিনের পর দিন তার ক্যাডার বাহিনী নিয়া বালু তুলে নিয়ে যাচ্ছে। স্থানীয় জনগণ কোনভাবে প্রতিহত করতে পারছে না। প্রশাসনের নীরব ভূমিকা জনগণকে হতাশ করছে। এই ব্যাপারে প্রশাসনও কোন মুখ খুলছেন না। শুধু তাই নয় রাতের অন্ধকারে তার শক্তিশালী সন্ত্রাসী বাহিনী দিয়ে টেকেরহাট-গোপালগঞ্জ সড়কের সরকারী গাছ কেঁটে রাস্তার উপর ফেলে দিচ্ছে। দেখার বা বলার কেউ নেই বা কোন ব্যক্তি তার বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস পাচ্ছে না।
ভূমিদস্যু আতিয়ার রহমান দিপু শুধু কৃষকের জমি দখল নয় এখানে বিভিন্ন অনৈতিক ও অসামাজিক কাজেও লিপ্ত। জলিরপাড় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিষ্টার অধীর সাহার বাড়ীতে গড়ে তুলেছে অজানা-অচেনা এক অন্ধকার জগত। বিদেশী মদের গন্ধে মুখরিত এটা যেন আনন্দ বিনোদনের এক নতুন জলসা ঘর। বানিয়ারচর গ্রামের হতদরিদ্র ও অসহাস এক মহিলার সাথে অবৈধ মেলামেশায় জন্ম হয়েছে নবাগত পুত্র-সন্তানের। এলাকার মানুষ তাহার ভয়ে কিছু না বললেও বিষয়টা এখন বেশ সমালোচিত।
আজকের মানববন্ধনে গোপালগঞ্জের মুকসুদরপুর উপজেলার জলিরপাড় ইউনিয়ন অধিবাসীগণ দিনিউজ পত্রিকাকে অনুরোধ করছেন যে, এই হাইব্রিড নেতার অজানা ও অপ্রকাশিত কাহিনী তুলে ধরতে। জমির মালিক সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়গণ বলছেন যে, এই জমির ফসল ছাড়া তাদের অন্ন সংস্থানের ব্যবস্থা হয় না, এই জমির ফসল দিয়ে তাদের বেঁচে থাকার একমাত্র সম্বল।
ফসলী জমিগুলো যাতে এই ভূমিদস্যু আতিয়ার রহমান দিপু হাইব্রিড নেতা সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের কৃষকগণদের নিকট হইতে আর যেন কেড়ে নিতে না পারে বা হনন করতে না পারে, কৃষকদের মুখের গ্রাস ও চোখের ঘুম যাতে আর কেঁড়ে নিতে না পারে, আর কোন দরিদ্র কৃষকের চোখের জলে বুক ভাষাতে না হয়, তাহাদের ছেলেমেয়ে, পরিবার-পরিজন নিয়ে যাতে কোন বিপদের সম্মুখীন না হয়, অত্র এলাকার সকল ধর্মের মানুষ যেন সুখ-শান্তিতে বসবাস করতে পারে।
আর কোন সংখ্যালঘু সম্প্রদায়কে যেন তার মাতৃভূমি/জন্মভূমি ছেড়ে অন্য দেশে পাড়ি দিতে না হয়, সেই সাথে আওয়ামীলীগের নাম ভাঙ্গিয়ে কোন নেতা কারো জমি-জমা, ঘর-বাড়ী দখল করতে না পারে বা কোন ব্যক্তিকে স্বার্থের কারণে অত্যাচার-নির্যাতন না করতে পারে এবং আওয়ামীলীগের ভাবমূর্তি যেন ক্ষুন্ন না করে এজন্য আজকের মানববন্ধনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মানবিক সুদৃষ্টি কামনা করছেন এবং যথাযথ পদক্ষেপ নিতে বলছেন।