13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ভারতে ট্যুরিস্ট ভিসায় তিন মাসে একবার ও বিজনেস ভিসায় ১০ দিন পর পর ভ্রমন

Link Copied!

হঠাৎ করে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের মৌখিক নিষেধাজ্ঞায় বিপাকে পড়েছেন বেনাপোল স্থলবন্দর দিয়ে ট্যুরিস্ট ও বিজনেস ভিসায় ভারতগামী বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীরা। তবে মেডিকেল ভিসার যাত্রীদের যাতায়াতে কোন বাধা নেই।

শুক্রাবর সকাল থেকে ট্যুরিস্ট মাল্টিপুল ভিসায় ৩ মাস পরপর ও বিজনেস ভিসায় ১০ দিন পরপর যাতায়াতের নিয়ম করে ভারতীয় ইমিগ্রেশন থেকে ফেরত দেয় পাসপোর্টধারী যাত্রীদের।
এর আগে ট্যুরিস্ট মাল্টিপুল ভিসায় মাসে একাধিকবার ও বিজনেস ভিসায় ইচ্ছে মত ভারত যাওয়ার সুযোগ ছিল।

এদিকে সুনিদিষ্ট কোন কারন উল্লেখ্য না করেই এমন সিদ্ধান্তে হয়রানি ও অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েন ভারত গামী প্রায় ৩ শতাধিক পাসপোর্টধারী যাত্রী। ভারত যেতে না পেরে নিরুপায় হয়ে তাদের বাড়ি ফিরতে দেখা যায়। বাংলাদেশিদের জন্য এমন কড়াকড়ি করা হলেও ভারতীয়রা ট্যুরিস্ট ও বিজনেস ভিসার পাসপোর্টধারীদের বাংলাদেশে আসার ক্ষেত্রে বেনাপোল ইমিগ্রেশনে কোন বাধা নেই।

পাসপোর্টধারী যাত্রী সোহারব জানান, তিনি দেড় মাস আগে ট্যুরিস্ট ভিসায় ভারতে গিয়েছিলেন। ঈদে কেনাকাটার উদ্দেশ্যে শুক্রবার আবার যাচ্ছিলেন। কিন্তু ভারতীয় ইমিগ্রেশন জানিয়েছে ৩ মাস আগে আর যাওয়া যাবেনা। হঠাৎ করে এ নিয়মে তার হয়রানি ও অর্থনৈতিক ক্ষতি হয়েছে।

বিজনেস ভিসার যাত্রী কামাল হোসেন জানান, তিনি এক সপ্তাহ আগে ব্যবসার কাজে একবার গিয়েছিলেন। শুক্রবার আবার যেতে গেলে তাকে ফিরিয়ে দিয়ে বলা হয় এক সপ্তাহ পর আসতে।

বেনাপোল ইমিগ্রেশন ওসি রাজু জানান, ট্যুরিস্ট ও বিজনেস ভিসায় অনেকে ভারতে গিয়ে চিকিৎসা বা অন্য কাজ মেটাচ্ছে এমন সন্দেহ হওয়ায় শুক্রবার সকাল থেকে কড়াকড়িতে অনেক যাত্রী ঢুকতে পারেনি।

http://www.anandalokfoundation.com/