ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ভারতের পক্ষে দাঁড়ানোয় সচিন তেন্দুলকরের কাটআউটে কালো তেল ঢালে কংগ্রেস কর্মীরা

Rai Kishori
February 6, 2021 8:57 am
Link Copied!

ভারত প্রতিনিধিঃ ভারতীয় ক্রিকেটাররা একসাথে ভারতের পক্ষে দাঁড়িয়ে ভারতের মানুষকে বিদেশী শক্তির বিরুদ্ধে এক হওয়ার আহ্বান দেন। সেই আহ্বানে সচিন তেন্দুলকর নিজের ট্যুইটারে #IndiaTogether আর #IndiaAgainstPropoganda হ্যাশ ট্যাগ দিয়ে ভারতীয়দের একজোট থাকার ডাক দেন।

সচিন তেন্দুলকর নিজের ট্যুইটে লিখেছিলেন,  ‘’ভারতের সার্বভৌমত্ব নিয়ে আপস করা যায় না। বাহ্যিক বাহিনী দর্শক হতে পারে তবে অংশগ্রহণকারী হতে পারে না। ভারতীয়রা ভারতকে জানে এবং ভারতের পক্ষে সিদ্ধান্ত নিতে পারে। আসুন আমরা জাতি হিসাবে ঐক্যবদ্ধ হই।”

সচিন তেন্দুলকরের ট্যুইটে ক্ষুব্ধ হয়ে কেরল কংগ্রেসের যুব কংগ্রেসের সদস্যরা কোচিতে সচিনের কাটআউটে কালো তেল দিয়ে দেয়। শুধু তাই নয় ভারতীয় তারকাদের একজোট হওয়ার বার্তা দেওয়ার পর অনেকে তাঁদের প্রতি ক্ষুব্ধ হয়ে সোশ্যাল মিডিয়ায় সচিন, লতা মঙ্গেশকরদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় মোর্চা খুলে নেয়। আর এবার সোশ্যাল মিডিয়া থেকে বেরিয়ে এসে প্রকাশ্য রাস্তায় সচিন তেন্দুলকরের কাটআউটে কালো তেল ঢালে কংগ্রেসের কর্মীরা

রিহানা আর গ্রেটা থানবার্গ ছাড়াও অনেক আন্তর্জাতিক তারকারা ভারতে চলা কৃষক আন্দোলনকে সমর্থন করেছে। বিদেশী তারকাদের ট্যুইটের পর ভারতের অভিনেতা, অভিনেত্রী, খেলোয়াড়রা ভারতে চলা কৃষি আন্দোলন নিয়ে বিদেশীদের কথায় কান না দেওয়ার আহ্বান জানান। তাঁরা ভারতকে এই সময়ে এক হয়ে থাকারও বার্তা দেন।

http://www.anandalokfoundation.com/