বিনোদন ডেস্ক: নতুন ধারাবাহিক ‘ব্যা.আ.দ.ব’ নাটকটির গল্পটা এরকম, নামকরা ব্যারিস্টার আবুল হায়াত। পড়শিরা তাকে খুব মানে। বাড়িতে একগাদা ছেলে মেয়ে। বড় ছেলে মারজুক, ছোটটা রোমেল। মেয়ে তিনটি অপর্না নাদিয়া এবং সোনিয়া আর স্ত্রী শামিমা নাজনীন। তাদের পরিবারিক টানাপোড়েন, ভালোবাসার গল্পেই নির্মিত হয়েছে । রচনা ও পরিচালনা করেছেন ইফতেখার আহমেদ ফাহমী। নাটকের নামের তাৎপর্যটাও জানালেন তিনি, প্রত্যেকটা শব্দের একটা পূর্ণরুপ আছে। তবে সেটা এখনই ফাঁস করতে চাচ্ছিনা।’
৪ ডিসেম্বর থেকে শুটিং শুরু হয়েছে। প্রায় দিন দশেকের মতো শুটিং হয়েছে। আজও উত্তরায় শুটিং চলছে। ১০৪ পর্বের নাটকটি জানুয়ারি থেকে প্রচার হবে চ্যানেল আইয়ে।