এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদায় বোদা বাজার বণিক সমিতির আয়োজনে ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ও প্রাক্তন খেলোয়ারদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে সংবর্ধনা ও
৮ সেপ্টেম্বর (শুক্রবার) বোদা পাইলট মডেল স্কুল এন্ড কলেজ মাঠে বণিক সমিতির সভাপতি আলহাজ্ব আজাহার আলীর সভাপতিত্বে প্রধান অতিথির উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহমুদ হাসান টুর্ণামেন্টের শুভ উদ্বোধন ঘোসনা করেন।
এসময় বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজা, জাসদ কেন্দ্রীয় নেতা এমরান আল আমিন, অধ্যক্ষ আশরাফুল আলম লিটন, বোদা পাইলট মডেল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক জামিউল হক, বোদা পাইলট গালস স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক রবিউল আলম সাবুল, আব্দুস ছালাম প্রমুখ।
উদ্বোধনী খেলায় বোদা কার-মাইক্রো কল্যাণ সমিতির সাথে দেবীগঞ্চ উপজেলা প্রতিদ্বন্দিতা করেন। ৪-০ গোলে বোদা কার-মাইক্রো কল্যাণ সমিতি জয়লাভ করে।