14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোল চেকপোষ্টে বেকার হয়ে পড়েছে সহস্রাধিক লোক

admin
September 24, 2016 6:54 pm
Link Copied!

বেনাপোল প্রতিনিধি: বেনাপোল ইমিগ্রেশন ওসি ইকাবাল মাহমুদরে সুদৃষ্টির কারনে নিয়মতান্ত্রিক ভাবে পাসপোর্টযাত্রী পারাপার হচ্ছে। সীমান্তের একশ্রেনীর বহিরাগতদের গত ৩ দিন যাবৎ ইমিগ্রেশন এবং কাষ্টমস গন্ডির ভিতর প্রবেশ নিশিদ্ধ করায় পাসপোর্টযাত্রীরা তাদের  নিজেদের ইমিগ্রেশন এবং কাষ্টমসসের আনুষ্ঠানিকতা শেষ করতে হচ্ছে।

দির্ঘলাইনে দাড়িয়ে পাসেপোর্টযাত্রীদের ব্যাংক ট্র্যক্স কেটে আবার ইমিগ্রেশন  লাইনে দাঁড়িয়ে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করলে ও যাত্রীরা স্বাচ্ছন্দ বোধ করছে। তাদের বাড়তি কোন ঝামেলায় পড়তে হচ্ছে না এবং অতিরিক্ত কোন টাকা খরছ লাগছে না।

তবে বেনাপোল চেকপোষ্টের একটি সুত্র জানায়, যারা দির্ঘদিন যাবৎ বেনাপোল কাষ্টমস ইমিগ্রেশনে কাজ করে জীবিকা নির্বাহ করত তারা যদি সেখানে কাজ করতে না পারে তবে হাজার খানেক লোক  বেকার হয়ে তারা বিভিন্ন অপরাধমুলক কাজের সাথে জড়িয়ে পড়তে পারে। কারন স্বাধিনতার পর থেকে দির্ঘ ৪৫ বছর যাবৎ অনেকে বেনাপোল চেকপোষ্ট পাসপোর্টযাত্রীদের কাজ করে সংসার পরিচালনা করত। হঠাৎ তাদের কাজ বন্দ হয়ে যাওয়ায় বেকার হয়ে পড়েছে প্রায় হাজার খানেক লোক।

বেনাপোল চেকপোষ্টের ইমিগ্রেশনে পাসপোর্টযাত্রীদের প্রায় ৩৫ বছর কাজ করা আশানুর রহমান আশা জানায় আমি এখন কি করব। পরিবার পরিজন নিয়ে কোথায় যাব। হঠাৎ বেকার হয়ে যাওয়ায় কি করে খাব। সে হতাশায় ভুগে তার পরিবারকে নিয়ে যশোর গরীবশাহ মাজারে পাড়ি জমিয়ে বলেছে আমি এখন আপাতত মাজারে  পয়সা তুলার কাজ করছি। কিন্তু আমার মত যারা দির্ঘদিন কাজ করে এখান থেকে সংসার চালায় তারা কি করবে।

অন্য একটি সুত্র জানায় কাজ না থাকায় বেনাপোল এলাকায় চুরি ডাকাতি ছিনাতাই বেড়ে যেতে পারে। বেনাপোল চেকপোষ্টের জনৈক ব্যাক্তি বলেন গত রাত্রে আমদের বড় আচড়া গ্রামে দুই বাড়িতে চুরি হয়েছে।

http://www.anandalokfoundation.com/