বেনাপোল প্রতিনিধি: বেনাপোল পোর্টথানার শাখারীপোতা গ্রামের দাসপাড়ায় চুরির অপবাদে অঞ্জনা (৩৫) নামে এক গৃহবধূর উপর নির্যাতনের অভিযোগ উঠেছে।
গতকাল শুক্রবার (০৯ সেপ্টেম্বর) দুপুর এ ঘটনাটি ঘটে। নির্যাতিতা অঞ্জনা ওই গ্রামের সুকুমার সুকুর স্ত্রী।
নির্যাতিতা অঞ্জনা জানান, সে মাহাবুলের বাড়িতে দীর্ঘদিন যাবত ঝিয়ের কাজ করতো। কিন্তু শুক্রবার টাকা চুরিকে কেন্দ্র করে মাহাবুলের লোকজন তার ও তার স্বামীর উপর শাররিক নির্যাতন চালায়। তার উপর চুরির বদনাম দিয়ে মাহাবুলের লোকজন বদি, কুরবানসহ ৮/১০ জন তাদের ধরে নিয়ে গিয়ে মাহাবুলের বাড়ির গুদাম ঘরে আটকে রেখে নির্যাতন করে। এসময় বদি ও কুরবান লাঠি সোটা দিয়ে তার স্বামীকে পিটিয়ে আহত করে।
পরে তার আত্মীয় স্বজনরা স্থানীয় মহিলা মেম্বারকে খবর দিলে, মহিলা মেম্বার লোকজন নিয়ে গিয়ে তাদের উদ্ধার করে তাদের বাড়িতে পৌঁছায়ে দেয়।
এ বিষয়ে প্রতিবেশি আরেজ বানু জানান, চুরির ঘটনাকে কেন্দ্র করে মাহাবুলের লোকজন অঞ্জনা ও তার স্বামীকে ধরে নিয়ে যায়। এবং তার স্বামীকে মারধর করে। তবে এ সময় ধর্ষণের মত কোন ঘটনা ঘটেনি বলে তিনি জানান।
এবিষয়ে বেনাপোল পোর্ট থানার এসআই (উপ-পরিদর্শক) মফিজুর রহমান জানান, এ ঘটনায় ৪ জনকে আসামী করে নারী নির্যাতনের একটি মামলা দায়ের করা হয়েছে।