মেহের আমজাদ,মেহেরপুরঃ বিসিএস সাধারণ শিক্ষা সমিতি মেহেরপুর সরকারি কলেজ ইউনিটের উদ্যোগে ৮ম জাতীয় বেতন স্কেলে বেতন বৈষম্য নিরসনের দাবিতে মানব বন্ধন শেষে সাংবাদিকদের সাথে মত বিনিময় করা হয়েছে।
বুধবার বেলা ১১ টার দিকে সরকারি কলেজ চত্বরে ওই মানব বন্ধন ও সাংবাদিকদের সাথে মত বিনিময় করা হয়।
মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আনোয়ারুল ইসলামের নেতৃত্বে মানব বন্ধনে উপাধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম, বিসিএস সাধারণ শিক্ষা সমিতি মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন, মেহেরপুর সরকারি কলেজের সহকারি অধ্যাপক হাসানুজ্জামান মালেক, খেজমত আলী, প্রভাষক কাওসার আলী, সাবিনা ইয়াসমিন, রেহেনা পারভিন প্রমুখ মানব বন্ধনে অংশ নেন। মানব বন্ধন শেষে কলেজ শিক্ষকবৃন্দ বেতন বৈষম্য নিরসন কল্পে উপস্থিত সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন।